আটক গ্যালাক্সি লিডারের ক্রু সদস্যদের মুক্তি দিলো হুতি
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধ বন্ধ হওয়ায় এক বছরেরও বেশি সময় পর গ্যালাক্সি লিডার জাহাজের ক্রু সদস্যদের মুক্তি দিলো ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
বুধবার (২২ জানুয়ারি) তাদের ওমানের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় সংগঠনটি। জাহাজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লোহিত সাগর উপকূল থেকে ছিনতাই হওয়ার সময় বাহামাসের পতাকাবাহী জাহাজটিতে ২৫ জন ক্রু ছিলো। যারা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে লোহিত সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালিয়েছে হুতি। পাশপাশি, ২০২৩ সালের নভেম্বরে গ্যালাক্সি লিডার জাহাজটি আটক করে গোষ্ঠীটি।
তখন হুতি থেকে জানানো হয়েছিল, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটির মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী, তবে পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান।