আজ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ইং, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার |

kidarkar

জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং-এর ১৬তম এজিএম অনুষ্ঠিত

শেয়ারবাজার ডেস্ক:  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয় রাজধানীর একটি হোটেলে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানির তথ্য মতে, প্রতিষ্ঠানের মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৫২ লক্ষ ৯৪ হাজার ১২০টি, যার মধ্যে স্পন্সর ও পরিচালকগণের শেয়ার ৪ কোটি ৪ লক্ষ ৬৪ হাজার ৫০০টি এবং সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ার ৮ কোটি ৪৮ লক্ষ ২৯ হাজার ৬২০টি। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ হিসেবে মোট ৮ কোটি ৪৮ লাখ ২৯ হাজার ৬২০ টাকা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর চেয়ারম্যান- জনাব মো. আবদুর রাজ্জাক। সভায় আরও উপস্থিত ছিলেন নমিনি পরিচালক জনাব মো. মহিউদ্দিন আহমেদ, স্বাধীন পরিচালকের মধ্যে ছিলেন জনাব আবদুল ওহাব খান, জনাবা জাহানারা পারভিন, জনাব মো. আমিনুল বার চৌধুরী। এছাড়া জেএমআই গ্রুপের সিএফও- জনাব মো. জাহাঙ্গীর আলম, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর সিএফও সুবাস চন্দ্র বণিক, কোম্পানি সেক্রেটারি জনাব মো. সফিকুর রহমান, এফসিএস।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া আক্তার রিনা এবং পরিচালক হই কাওন কিম। সভায় আর্থিক হিসাব বিবরণী ও প্রস্তাবনা উপস্থাপন করেন কোম্পানি সেক্রেটারি জনাব মো. সফিকুর রহমান। শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও পরিচালকদের প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.