আজ: শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ইং, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার |

kidarkar

গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠার প্রত্যয়ে ওয়ালটন ক্যাবলসের ‘বিজনেস পার্টনার্স মিট-২০২৫’ অনুষ্ঠিত

শেয়ারবাজার ডেস্ক: ‘ওয়ালটন ক্যাবলস- নিরাপদ আগামীর সংযোগ’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্সে উৎসবমুখর পরিবেশে ওয়ালটন ক্যাবলসের ‘বিজনেস পার্টনার্স মিট-২০২৫’ শীর্ষক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্থানীয় বাজারের সিংহভাগ চাহিদা পূরণের মাধ্যমে দ্রুত গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে আসার প্রত্যয় ব্যক্ত করেন ওয়ালটন ক্যাবলসের ব্যবসায়িক অংশীদাররা।

রোববার (১৯ জানুয়ারি, ২০২৫) সকালে ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম।

সম্মেলনে দেশজুড়ে ওয়ালটন ক্যাবলসের সহ¯্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তাগণ অংশ নেন। তাদের পদচারণায় ওয়ালটন হেডকোয়ার্টার্স প্রাঙ্গণ হয়ে উঠে উৎসবমুখর। হেডকোয়ার্টার্সে অতিথিরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ওয়ালটন ক্যাবলসসহ বিভিন্ন পণ্যের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করেন। তাঁরা ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস দেখে অভিভূত হন।

ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী প্রমুখ। সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সম্মেলনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ওয়ালটন ক্যাবলস শতভাগ ফায়ার প্রুফ। ওয়ালটনের ক্যাবলস শতভাগ অগ্নিপ্রতিরোধী হওয়ায় দূর্ঘটনার সম্ভাবনা নেই। গ্রাহকদের ঘর ও পরিবার সুরক্ষার বিষয়টি প্রাধান্য দিয়ে আমরা শতভাগ অগ্নিপ্রতিরোধী ক্যাবলস উৎপাদন করছি। সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করেই ওয়ালটন ক্যাবলস বাজারজাত করা হচ্ছে। ওয়ালটনের অন্যান্য পণ্যের মতো ক্যাবলসও দ্রুততম সময়ে বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে আসবে বলে তিনি দৃঢ় আশাবাদী। এজন্য দেশজুড়ে ওয়ালটন ক্যাবলসের ডিস্ট্রিবিউটরদের সর্বাত্মক সহযোগিতা ও সুবিধা প্রদানের আশ্বাস দেন তিনি।

অভিনেতা সিয়াম আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ওয়ালটনের অবদান অনস্বীকার্য। ওয়ালটন গ্রাহকদের হাতে সর্বোচ্চ গুণগতমানের পণ্য তুলে দিতে বদ্ধপরিকর। এরই প্রেক্ষিতে শতভাগ ফায়ারপ্রুফ ক্যাবলস বাজারজাত করছে ওয়ালটন। নিজের ঘর ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে ক্রেতাদের ওয়ালটন ক্যাবলস কেনার আহবান জানান তিনি।

২০২৪ সালে ওয়ালটন ক্যাবলস এর বিক্রয় প্রবৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় সম্মেলনে সারা দেশের ৮টি জোনের আওতায় ৩০ জন ডিলারকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র-এর মধ্য দিয়ে সমাপ্ত হয় ওয়ালটন ক্যাবলস এর দিনব্যাপী সম্মেলন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.