আজ: সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ইং, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ জানুয়ারী ২০২৫, রবিবার |

kidarkar

বোর্ড সভার তারিখ জানিয়েছে ১৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থবছরের ২য় ও ৩য় প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এডভেন্ট ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, জেনেক্স, আমরা টেকনোলজিস, আইএসএন, স্কয়ার ফার্মা, ওয়াটা কেমিক্যালস, আইটিসি, রিং শাইন, আমরা নেটওয়ার্কস, স্যালভো কেমিক্যাল, ডেসকো, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, একমি পেস্টিসাইড ।

এডভেন্ট ফার্মা আগামী ৩০ জানুয়ারি দুপুর ২ টা ৩০ এ , লিগ্যাসি ফুটওয়্যার আগামী ২৯ জানুয়ারি বিকাল ৩ টায়, জেনেক্স আগামী ২৯ জানুয়ারি বিকাল ৩ টায়, আমরা টেকনোলজিস আগামী ৩০ জানুয়ারি বিকাল ৫ টায়, আইএসএনের আগামী ২৯ জানুয়ারি বিকাল ০৪ টায় , স্কয়ার ফার্মার আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩ টায়, ওয়াটা কেমিক্যালসের আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যা ০৬ টায়, আইটিসির আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩ টায়, রিং শাইনের আগামী ২৯ জানুয়ারি বিকাল ৪ টায়, আমরা নেটওয়ার্কসের আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যা ০৭ টায়, স্যালভো কেমিক্যালের আগামী ৩০ জানুয়ারি বিকাল ০৩ টায়, ডেসকোর আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ০৫ টায়, ওরিয়ন ইনফিউশনের আগামী ২৯ জানুয়ারি বিকাল ৩ টা ৩০ মিনিটে, ওরিয়ন ফার্মার আগামী ২৯ জানুয়ারি বিকাল ০৪ টায় , জিপিএইচ ইস্পাতের আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যা ০৬ টায়, একমি পেস্টিসাইডসের আগামী ৩০ জানুয়ারি দুপুর ২ টা ৪০ মিনিটে কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.