আজ: সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ইং, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ জানুয়ারী ২০২৫, রবিবার |

kidarkar

মার্কেন্টাইল ব্যাংকে “শরিয়াহ্ ব্যাংকিং জ্ঞান” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি “Knowledge Sharing on Shari’ah Banking: an Interactive Session” শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। ঢাকার ফারস হোটেলে শনিবার (২৫ জানুয়ারি) আয়োজিত এ সেশন অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীরা, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, আঞ্চলিক প্রধান, দেশের বিভিন্ন শাখার শাখা প্রধানরা এবং ইসলামী ব্যাংকিং উইন্ডোর ইনচার্জরা ও ইসলামিক ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তারা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে সেশন উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্যে অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শরিয়াহ্ নীতিমালা ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন এবং ব্যাংকের স্লোগান “দক্ষতাই আমাদের শক্তি” এই ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অব ইসলামী ব্যাংকিং মো: জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালকরা আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল ও ডেপুটি চিফ অব ইসলামী ব্যাংকিং মোহাম্মদ মিজানুর রহমান সরকার কর্মশালায় উপস্থিত ছিলেন। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক সেশনটি পরিচালনা ও সমন্বয় করেন।

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ইসলামী ব্যাংকিং বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শরিয়াহ্ ব্যাংকিংয়ের নীতি, কার্যক্রম, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা এবং শরিয়াহ্ গভর্ন্যান্স ইত্যাদি বিষয়ে অংশগ্রহণমুলক ইসলামিক ব্যাংকিং জ্ঞান বিনিময় করেন।

মার্কেন্টাইল ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ সেশনের সমাপনি বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি শরিয়াহ্ পরিপালনের উপর গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাংকের “তাক্বওয়া” ইসলামী ব্যাংকিং এর সমৃদ্ধি ও সাফল্যের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.