আজ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ইং, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জানুয়ারী ২০২৫, বুধবার |

kidarkar

এবার শ্রীলঙ্কায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

নিজস্ব প্রতিবেদক: শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্যে বিশ্ব বাজারে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন টিভি। ইতোমধ্যে জার্মানি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, পোল্যান্ড, গ্রিস, স্পেন, ক্রোয়েশিয়াসহ ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে নিজস্ব ব্র্যান্ড লোগোতে টিভি রপ্তানি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার সার্কভূক্ত দেশ শ্রীলঙ্কায় ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে বাংলাদেশের সেরা ব্র্যান্ড ওয়ালটন টিভি।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেডকোয়ার্টার্সে আয়োজিত ‘ইনাগুরেশন সেরেমনি: এক্সপোর্টিং ওয়ালটন টিভি টু শ্রীলঙ্কা’ শীর্ষক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইউসুফ আলী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) হাবিব ইফতিখার, ওয়ালটন হাই-টেকের লজিস্টিকস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শাহীনুর সুলতানা, ওয়ালটন হেডকোয়ার্টার্সের প্রশাসন বিভাগের প্রধান মেজর (অব.) জাহিদুল হাসান, ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার প্রধান আব্দুর রউফ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের এএমডি ইউসুফ আলী বলেন, শ্রীলঙ্কায় ইলেকট্রনিক্স ও অন্যান্য প্রযুক্তি পণ্যের বিশাল বাজার রয়েছে। এর মধ্যে টেলিভিশনের বাৎসরিক বাজার প্রায় ৯০ মিলিয়ন মার্কিন ডলার। সম্ভাবনাময় এই বাজারে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্যে গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড’কে পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন টিভিসহ অন্যান্য ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে মনিক ট্রেডিং এর কাছে ওয়ালটন টিভির প্রথম শিপমেন্ট পাঠানো হয়েছে। আরেকটি শিপমেন্ট পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার হাবিব ইফতিখার জানান, ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে তাল মিলিয়ে সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ এলইডি ও স্মার্ট টিভি তৈরি করছে। উচ্চ গুণগতমান নিশ্চিত করতে অনুসরণ করা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। ফলে মাত্র কয়েক বছরের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের অর্ধেকেরও বেশি দেশে ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি আমরা। এরই ধারাবাহিকতায় এবার শ্রীলঙ্কায় বাজার সম্প্রসারণ করা হয়েছে। তার প্রত্যাশা- বাংলাদেশের মতো শ্রীলঙ্কাতেও ওয়ালটন টিভি অতি দ্রুত শীর্ষস্থান অর্জন করে নিতে সক্ষম হবে।

সূত্রমতে, ৩৫টিরও বেশি দেশে শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস পরিচালনা করা হচ্ছে। ওয়ালটন টিভি রপ্তানি তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপ। টিভি রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশই ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.