আজ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ইং, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জানুয়ারী ২০২৫, বুধবার |

kidarkar

এআইবি পিএলসির পিসিআই ডিএসএস সার্টিফিকেশন অ্যাওয়ার্ড অর্জন

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (PCI DSS) সার্টিফিকেট অর্জন করেছে। বুধবার (২৯ জানুয়ারি) ব্যাংকের প্রধান কর্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর হাতে সার্টিফিকেট হস্তান্তর করেন সার্টিফাইং অথরিটি কন্ট্রোল কেস এর সভাপতি সুরেশ দাদলানি।

অনুষ্ঠানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোঃ আবদুল্লাহ আল-মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

পেমেন্ট কার্ড নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণের স্বীকৃতিস্বরুপ প্রদান করা হয় এই সার্টিফিকেট। পেমেন্ট কার্ড ব্যবসায় কার্যক্রমের কার্যকর, দক্ষ, দৃঢ় ও গোপনীয়তা নিশ্চিত করতে পিসিআই এসএসসি নির্ধারিত বাধ্যতামূলক শর্তসমূহ সফলভাবে প্রয়োগের মাধ্যমে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এই সার্টিফিকেট অর্জন করেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.