যমুনা অয়েলের এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্র পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪ টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনিবার্য কারণবশত যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে ২২ ফেব্রুয়ারি তারিখ দুপুর ১২ টায় পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি তারিখ বিকাল সাড়ে ৪ টায় ঘটিকায় অনুষ্ঠিত হবে।
৪৯তম বার্ষিক সাধারণ সভা সংক্রান্ত অন্যান্য সকল বিষয় বা তথ্যাদি অপরিবর্তিত থাকবে।
এর আগে, ৪৯তম বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছিলো ৮ ফেব্রুয়ারি। তবে অনিবার্য কারণবশত তা পরিবর্তন করে ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করেছিলো কোম্পানিটি।