তিন ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিলো ডিএসই

শেয়ারবাজার ডেস্ক : নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (BHOMS) চালুর লক্ষ্যে আরও তিনটি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ডিএসই’র বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ এবং মহাব্যবস্থাপক ও প্রধান পরিচালন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছামিউল ইসলাম সার্টিফিকেট প্রদান করেন।
ফিক্স সার্টিফিকেশনপ্রাপ্ত ব্রোকারেজ হাউজগুলো হলো—
ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড (সিইও: সুমন দাস), গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড (ব্যবস্থাপনা পরিচালক ও সিইও: ওয়াফি শফিক মেনহাজ খান) ও এনবিএল সিকিউরিটিজ লিমিটেড (ব্যবস্থাপনা পরিচালক: জুবায়েদ আল-মামুন হাসান)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার ও সিটিও (ইনচার্জ) মো. তারিকুল ইসলাম, প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক সাইদ মাহমুদ জুবায়ের, এবং আইসিটি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিম।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক BHOMS চালুর উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় ৫৯টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনের মাধ্যমে নিজস্ব ওএমএস চালুর জন্য ডিএসইতে আবেদন করে।
ইতোমধ্যে ২৪টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে, যার মধ্যে ১৯টি ব্রোকারেজ হাউজ এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।
এই উদ্যোগের মাধ্যমে ব্রোকারেজ হাউজগুলো আরও স্বাধীনভাবে এবং প্রযুক্তিনির্ভর উপায়ে লেনদেন পরিচালনা করতে পারবে, যা দেশের পুঁজিবাজারের অগ্রগতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।