আজ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ইং, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার |

kidarkar

শক্তিশালী পুঁজিবাজার গঠনে শিক্ষিত বিনিয়োগকারীর বিকল্প নেই : ডিএসই পরিচালক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী “Fundamental Analysis, Investment Techniques & Tools” প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

সমাপনী অনুষ্ঠানে ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীল পুঁজিবাজার গঠনে শিক্ষিত ও সচেতন বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো জরুরি। বিনিয়োগকারীরা যদি কোম্পানির মৌলভিত্তি (ফান্ডামেন্টাল) বিশ্লেষণ করে বিনিয়োগ করেন, তাহলে বাজার আরও স্থিতিশীল হবে এবং দীর্ঘমেয়াদে লাভবান হওয়া সম্ভব হবে।

তিনি বলেন, “শিক্ষিত বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করে বিনিয়োগ করেন, যা বাজারের জন্য ইতিবাচক। অন্যদিকে, না বুঝে গুজবের ভিত্তিতে বিনিয়োগ করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়, যা বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।”

মিনহাজ মান্নান ইমন বলেন, “পুঁজিবাজার আবেগের জায়গা নয়। এখানে বিনিয়োগের ক্ষেত্রে হিসাব-নিকাশ করে, কোম্পানির মৌলভিত্তি দেখে সিদ্ধান্ত নিতে হবে। কোনো শেয়ারে বিনিয়োগের আগে অবশ্যই নিজের বিচার-বুদ্ধি প্রয়োগ করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র মহাব্যবস্থাপক ও প্রধান পরিচালন কর্মকর্তা (ইন-চার্জ) মোঃ ছামিউল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান আল আমিন রহমান।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মাইক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক, ইন্ডাস্ট্রি এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ভ্যালুয়েশন ফান্ডামেন্টালস–সহ গুরুত্বপূর্ণ বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা করেন শীর্ষ গবেষণা ও বিনিয়োগ বিশেষজ্ঞরা। আলোচনায় অংশ নেন জুবায়ের আল-মামুন, ব্যবস্থাপনা পরিচালক, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, এস. এম. গালিবুর রহমান, সিএফএ, হেড অব রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, তনয় কুমার রায়, সিএফএ, হেড অব ইক্যুইটি রিসার্চ, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, এ. কে. এম. ফজলে রাব্বি, হেড অব রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিটি ব্রোকারেজ লিমিটেড।

বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের EPS, NAV, P/E Ratio-সহ কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগের পরামর্শ দেন। পাশাপাশি ঝুঁকি এড়িয়ে লাভজনক বিনিয়োগের জন্য আর্থিক প্রতিবেদন বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন।

১ টি মতামত “শক্তিশালী পুঁজিবাজার গঠনে শিক্ষিত বিনিয়োগকারীর বিকল্প নেই : ডিএসই পরিচালক”

  • Md Abdul Alim- says:

    DSC BSEC এর কর্মকর্তাদেরও সুশিক্ষিত হতে হবে,,শীবলী রুবাইয়াত এর মত কুশিক্ষিত যেন না হয়,, তা নাহলে শেয়ার বাজার গিলে খেয়ে ফেলবে,, আগের হাল যে দিকে যায় পিছের সে দিকেই যায়,, বর্তমান শেয়ার বাজার দেখে তাই মনে হচ্ছে 😁😁😁

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.