সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়েটা।

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকার শীর্ষস্থান দখল করেছে রবি আজিয়েটা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫৫ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংকের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৪ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৯ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০০ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ৩৯ কোটি ১৫ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৩৬ কোটি ৩৯ লাখ টাকা, বিএসসির ৩৪ কোটি ৫০ লাখ টাকা, এসিআই লিমিটেডের ৩১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, সিটি ব্যাংকের ২৯ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা এবং খুলনা প্রিন্টিংয়ের ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।