সাপ্তাহিক দরপতনের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে আইসিবি সোনালী ওয়ানের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৩.৭০ শতাংশ।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৭ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে ফান্ডটির দর কমেছে ১ টাকা।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৯.০১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১১৮ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার দাম দাঁড়িয়েছে ১০৮ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১০ টাকা ৭০ পয়সা।
সপ্তাহের ব্যবধানে ৭.৮৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার দাম দাঁড়িয়েছে ৪৭ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসএস স্টিলের ৭.৪৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.১৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭.০৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.০৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.৭৬ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৬ শতাংশ দর কমেছে।