মেঘনা পেট্রোলিয়াম এর ৪৬ তম বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক: মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ৪৬ তম বার্ষিক সাধারণ সভা ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ বেলা ০১:০০ ঘটিকায় ‘‘ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফারজানা মমতাজ।
সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়্যালি অংশগ্রহণ করেন।
এছাড়াও সভায় জনাব উম্মুল হাছনা, সচিব (অবসরপ্রাপ্ত) ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন, সচিব (অবসরপ্রাপ্ত), স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; জনাব এস. এম.মঈন উদ্দীন আহম্মেদ, অতিরিক্ত সচিব (পরিকল্পনা), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পরিচালক, এমপিএল বোর্ড; জনাব মোঃ জিয়াউল হক, অতিরিক্ত সচিব (প্রশাসন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; জনাব রওনক জাহান, যুগ্নসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পরিচালক, এমপিএল বোর্ড; ড. মোঃ আলী আহম্মদ শওকত চৌধুরী, প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পরিচালক, এমপিএল বোর্ড; জনাব মোঃ আবদুল মতিন, পরিচালক (অর্থ) বিপিসি ও সরকারের যুগ্মসচিব এবং পরিচালক, এমপিএল বোর্ড; জনাব জেয়াদ রহমান, ডেল্টা লাইফ ইন্সুরেন্স পিএলসি এর প্রতিনিধি এবং শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড; জনাব মোঃ টিপু সুলতান, ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড এবং কোম্পানি সচিব জনাব রেজা মো: রিয়াজউদ্দিন অংশগ্রহণ করেন।
উক্ত বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
শেয়ারহোল্ডারগণ কোম্পানি ২০২৩-২০২৪ হিসাব বছরে ৫৪২.২৯ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৫০.১১ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জ্ঞাপন এবং সন্তোষ প্রকাশ করেন।
সভায় ১৭০% নগদ লভ্যাংশ অনুমোদন প্রদান করা হয়।
Meghna Mobil nam e various Lub. Chalu kora jay, Echara Distbutir der honor prfit increment bonus dewa jay , ,Staff der aro train kira.