প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ বাতিলে বঞ্চিতরা রাস্তায়, পুলিশের লাঠিচার্জ-জলকামান

শেয়ারবাজার ডেস্ক : হাইকোর্টের রায়ে বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে উত্তীর্ণদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সচিবালয়মুখী সড়কে এ ঘটনা ঘটে।
বিকেল ৪টার দিকে পুলিশের জলকামানের তীব্র গতির পানির আঘাতেও দমেননি আন্দোলনকারীরা। নারী চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ চালিয়ে যান। পরে পুলিশ পুরুষ আন্দোলনকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। তবে নারী প্রার্থীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। তাদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিন ধাপে প্রকাশ করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ হয়ে গেলেও তৃতীয় ধাপে এসে জটিলতা তৈরি হয়। হাইকোর্টে কিছু প্রার্থী কোটা অনুসরণের অভিযোগ এনে রিট করলে আদালত ছয় মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করে। এরপর ৬ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল ঘোষণা করা হয়।
আজ সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীরা জড়ো হন। জাতীয় সংগীত পরিবেশন করে তাদের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়। দুপুর ৩টার দিকে তারা সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে, পুলিশ শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়।
প্রথমে জলকামান ছিটিয়ে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করা হয়। কিন্তু নারী প্রার্থীরা রাস্তায় শুয়ে পড়ে প্রতিরোধ গড়ে তুললে পুলিশ পুরুষ আন্দোলনকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
আন্দোলনকারীদের দাবি, প্রথম ও দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপের নিয়োগও সম্পন্ন করতে হবে। হঠাৎ নতুন নিয়মের অজুহাতে তাদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়।
সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।