আজ: শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ইং, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার |

kidarkar

আবারও একসঙ্গে আফরোজা-ওয়ালিদ, আসছে নতুন চলচ্চিত্র

বিনোদন ডেস্ক : প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর আবারও একসঙ্গে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদ ও প্রযোজক ডা. আফরোজা মোমেন।

গতকাল ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তারা নতুন সিনেমার চুক্তি স্বাক্ষর করেন।

নতুন এই চলচ্চিত্রটি আরএনএনএস প্রোডাকশন-এর ব্যানারে নির্মিত হবে এবং পরিচালনার দায়িত্বে থাকছেন সাদামাটা এন্টারটেইনমেন্টের কর্ণধার ওয়ালিদ আহমেদ।

২০২৩ সালে ডা. আফরোজা মোমেনের প্রযোজনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় মুক্তি পেয়েছিল “মেঘের কপাট”। সিনেমাটি শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বেশ প্রশংসিত হয়। এটি গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও রাজকাপুর পুরস্কার জিতে নেয়। পাশাপাশি, ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা সেকশনে মনোনয়ন পায় এবং নিউইয়র্কের সূচিত্রা সেন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ও পুরস্কৃত হয়।

নতুন সিনেমার গল্প প্রসঙ্গে প্রযোজক ও গল্পকার ডা. আফরোজা মোমেন বলেন,”আমাদের প্রথম চলচ্চিত্র আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং দর্শকের ভালোবাসা অর্জন করেছে। তাই এবারও আমার গল্প নির্মাণের দায়িত্ব দিলাম ওয়ালিদ আহমেদকেই। তিনি তরুণ হলেও তার কাজ অত্যন্ত গোছানো। আমি সবসময় এমন গল্প বলার চেষ্টা করি, যা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। এবারও জীবনঘনিষ্ঠ একটি গল্প দর্শকদের উপহার দেব।”

চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন,”আফরোজা ম্যাডাম শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, তিনি গল্পকার, প্রযোজক, সংগীতশিল্পী ও শিক্ষক। তার গল্পগুলোতে গভীর জীবনবোধ থাকে, যা আমাদের জন্য অনুকরণীয়। তার আরও একটি গল্প নির্মাণের সুযোগ পেয়ে আমি আনন্দিত।”

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, নতুন সিনেমার নাম এবং এতে অভিনয় করা নায়ক-নায়িকার পরিচয় খুব শিগগিরই প্রকাশ করা হবে। নির্মাতারা আশাবাদী, তাদের দ্বিতীয় চলচ্চিত্রও দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.