আজ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ইং, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার |

kidarkar

মূল্যস্ফীতি পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনতে কাজ করছে সরকার: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: মূল্যস্ফীতি পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গভর্নর বলেন, দু-চার মাসে দেশের মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব নয়। প্রত্যাশার সঙ্গে বাস্তবতাকে মেলাতে হবে। মূল্যস্ফীতি কমেছে, আরও কমবে। পাঁচ-ছয় মাসের মধ্যে আরও ভালো কিছুর প্রত্যাশা করছি। পলিসি ঠিক থাকলে বাজার ঠিক থাকবে।

তিনি বলেন, আমাদের রিজার্ভের পতন এখন আর নাই। একটু একটু করে বাড়ছে। আইএমএফের টাকা না এলেও নিজস্ব সক্ষমতায় আমরা রিজার্ভ বাড়াতে পারছি।

আহসান এইচ মনসুর বলেন, আমাদের রেমিট্যান্স এবং রপ্তানির প্রবাহ ভালো। রিজার্ভ-প্রবৃদ্ধি নিয়ে চিন্তার কারণ নেই।

রমজানের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও এ সময় জানান গভর্নর।

তিনি বলেন, আমাদের দেশে যত সমস্যা, তা সাধারণত একসঙ্গে কোনো দেশে হয় না। রাজস্ব খাতের ব্যর্থতা এক বছরের সরকার কখনোই সমাধান করতে পারবে না।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.