আজ: রবিবার, ৩০ মার্চ ২০২৫ইং, ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার |

kidarkar

সিএসইতে জনাব জামাল ইউসুফ জুবেরী, সিএফএ -এর পরিচালক হিসেবে যোগদান

নিজস্ব প্রতিবেদক: চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-তে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জনাব জামাল ইউসুফ জুবেরী, সিএফএ। আজ সোমবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৫ সিএসইর পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাঁকে সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ  দেয়।

জনাব জামাল ইউসুফ জুবেরী, সিএফএ একজন বিশিষ্ট পেশাজীবী । তিনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রতিষ্ঠান  ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডে (ডেলিভারী হিরো গ্রুপ ) ডিরেক্টর, ফিনান্স  হিসেবে কর্মরত আছেন । তিনি প্রতিষ্ঠানটির অনলাইন ডেলিভারি কার্যক্রমের বৃদ্ধিতে এবং একই সাথে পাণ্ডামার্ট, ইত্যাদির কৌশলগত উৎকর্ষ বিষয়ক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে অবদান রেখেছেন । এছাড়াও সকল সংশ্লিষ্ট অঙ্গ প্রতিষ্ঠানের আর্থিক, আইনী এবং রেগুলেটরি কমপ্লায়েন্সের নিশ্চিতের কাজটিও দক্ষতার সাথে পালন করছেন।

এর আগে জনাব জামাল হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি)তে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন । যেখানে তিনি মূলধনের দক্ষ ব্যবহার ,তারল্য এবং সুদের হারের ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যালেন্স শিটের টেকসই বৃদ্ধির জন্য কাজ করেছেন । এছাড়াও স্থানীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রার ক্রিয়াকলাপের ফলে উদ্ভূত এফএক্স মূল্য ঝুঁকি  এবং কর্পোরেট ক্লাইন্টদের জন্য বৈদেশিক মুদ্রা হেজিং বিষয়ক সমাধান কাঠামো তৈরিতে কাজ করেছেন।

তিনি ইউনিভার্সিটি অফ মেলবোর্ণ- মেলবোর্ণ বিজনেস স্কুল, আস্ট্রেলিয়া থেকে এমবিএ এবং ইন্সিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন , ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন । জনাব জামাল ২০০৩ থেকে একজন সার্টিফাইড ফিনান্সিয়াল এনালিস্ট (সিএফএ)  এবং একই সাথে তিনি সিএফএ ইন্সটিটিউট ও সিএফএ সোসাইটি বাংলাদেশ-এর সদস্য ।

সিএসইর পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, ফিনান্স, মুদ্রা, আইনি কাঠামো বিষয়ক প্রাতিষ্ঠানিক দক্ষতা ও অভিজ্ঞতা যে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে অপরিহার্য এবং জনাব জামালের মতো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে সিএসইর পরিচালনা পর্ষদ এবং সিএসই সামগ্রিকভাবে লাভবান হবে৷ তিনি আরো বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সবাইকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে ৷

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.