ইউল্যাবের শিক্ষক ও শিক্ষার্থীদের ডিএসই পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: পাবলিক ও প্রাইভেট ইউনিভার্টির শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমী শিক্ষা ও সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসাবে বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’র (ইউল্যাব) অধ্যাপক এবং স্কুল অব বিজনেস’র ডিন সারওয়ার উদ্দিন আহমেদ’র নেতৃত্বে ৪০ জন শিক্ষার্থী ঢাকা ষ্টক এক্সচেঞ্জ পরিদর্শনে আসেন।পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাকিব হাসান সিদ্দিকী। প্রথমেই তাঁরা ডিএসই’র অফিস পরিদর্শন করেন এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্ক অবহিত হন।
বৃহস্পতিবার (২৭) উপ মহাব্যবস্থাপক জনসংযোগ ও প্রকাশনা শোঃ শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরে পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷ মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের পুঁজিবাজার কেন্দ্রীক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে। এই জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে নিজেদের জ্ঞানতে সমৃদ্ধ করতে হবে। এছাড়াও পুঁজিবাজারে বিনিয়োগ করার পূর্বে যথাযথ জ্ঞান অৰ্জন করতে হবে। বিনিয়োগকারীদের জ্ঞান বৃদ্ধির জন্য ডিএসই নিয়মিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
আজকের এই অনুষ্ঠান ডিএসই’র নিয়মিত পরিচালিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের একটি অংশ। আর পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য সুশাসন বৃদ্ধি করার কোন বিকল্প নেই। বর্তমানে পুঁজিবাজারের সুশাসন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। যার ফলাফল আগামীতে দেখতে পাওয়া যাবে। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও সাত্বিক আহমেদ শাহ্, মহাব্যবস্থাপক (বাজার উন্নয়ন বিভাগ) ও প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস।