আজ: সোমবার, ২৪ মার্চ ২০২৫ইং, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ মার্চ ২০২৫, সোমবার |

kidarkar

পিরামিড ও পঞ্জি স্কিমের ফাঁদ! জনগণকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক : দেশে পিরামিড বা পঞ্জি স্কিম এবং মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার, ৩ মার্চ, এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিছু প্রতিষ্ঠান অবৈধভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ করছে এবং রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান ও অস্বাভাবিক হারে মুনাফার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করছে। অতীতে যুবক, ডেসটিনি ও ইভ্যালি-র মতো প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিল।

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তায় বলা হয়, এই প্রতারণামূলক ব্যবসাগুলো মূলত নতুন গ্রাহকের বিনিয়োগের অর্থ দিয়ে পুরনো গ্রাহকদের তথাকথিত মুনাফা পরিশোধ করে। এটি একধরনের অবৈধ অর্থ চক্র, যা নিরবচ্ছিন্ন নতুন বিনিয়োগের ওপর নির্ভরশীল। কিন্তু একসময় নতুন বিনিয়োগ থেমে গেলে এসব স্কিম ধসে পড়ে এবং গ্রাহকরা তাদের অর্থ হারান।

এ ধরনের কার্যক্রম মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতাভুক্ত অপরাধ বলে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, অতীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আমানত সংগ্রহ করা সম্পূর্ণ বেআইনি, যা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৩১(১)-এর স্পষ্ট লঙ্ঘন।

সাম্প্রতিক সময়ে একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড নজরে আসায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জনগণের স্বার্থ রক্ষায় এই ধরনের প্রতিষ্ঠানের সাথে লেনদেনে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, এ ধরনের সন্দেহজনক কোনো কার্যক্রম সম্পর্কে জানা গেলে তা বাংলাদেশ ব্যাংককে দ্রুত অবহিত করার অনুরোধ করা হয়েছে জনসাধারণ ও গণমাধ্যমের প্রতি।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.