দিল্লিতে ২৪ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ১২ মার্চ, বুধবার দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং অভিযানের সময় তাদের নথিপত্রও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন দক্ষিণ জেলা এবং ১১ জন দক্ষিণ-পূর্ব জেলা থেকে গ্রেপ্তার হন। এছাড়া, পুলিশের তদন্তে আরও ১০ জনের বেশি ব্যক্তির নথিপত্র পরীক্ষা চলছে। দিল্লি পুলিশ জানায়, গত ১১ মার্চ আরও ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়, যারা অবৈধভাবে দিল্লিতে বসবাস করছিলেন।
পুলিশের অনুসন্ধান ও অভিযান এখনও চলমান রয়েছে।
বাংলাদেশে ৮০ লাখের উপর ভারতীয় নাগরিক বিগত ১৫ বছর ধরে অবৈধভাবে বসবাস ও চাকুরী করছে। বাংলাদেশ সরকার আজ পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকুরী করছে। অথচ বাংলাদেশ সরকারের কোন মাথা ব্যাথায় নেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।