টানা চারদিনের উত্থান, শেয়ারবাজারে আস্থার নতুন ইঙ্গিত?

নিজস্ব প্রতিবেদক : আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে। টানা চার কার্যদিবস ধরে মূল্যসূচক বাড়ার এ ধারা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে, যা বাজারের শক্তিমত্তা নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি করছে।
ডিএসইতে বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে দেখা যায়। ফলে সূচক ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রাখে দিনভর। বাজার শেষেও এ ধারা বজায় থাকে, যার ফলে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৫,২২৫ পয়েন্টে পৌঁছেছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে ১,১৬৫ পয়েন্টে নেমে এলেও বাছাই করা ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে ১,৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের দিক থেকে দেখা গেছে, ডিএসইতে দিনভর ৪১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৩৮ কোটি টাকা কম।
বাজারে লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লাভেলো আইসক্রিম, যার মোট লেনদেনের পরিমাণ ২০ কোটি ২৩ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ওরিয়ন ইনফিউশন (১৩ কোটি ৬৩ লাখ টাকা) ও শাইনপুকুর সিরামিক (১৩ কোটি ১৫ লাখ টাকা)।
এদিন শীর্ষ ১০ লেনদেনকারী প্রতিষ্ঠানের তালিকায় আরও ছিল বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মাসিটিক্যালস, হাক্কানী পাল্প, বিডি থাই অ্যালুমিনিয়াম, রবি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বাজার ছিল ঊর্ধ্বমুখী। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই এক পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৪ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।
টানা চার কার্যদিবসের ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারে আস্থার নতুন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তবে তারা সতর্ক করেছেন, লেনদেনের পরিমাণ কমতে থাকলে এ ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখা কঠিন হতে পারে। বিনিয়োগকারীদের তাই যথাযথ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।