আজ: রবিবার, ১৬ মার্চ ২০২৫ইং, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ মার্চ ২০২৫, শনিবার |

kidarkar

বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকবে জাতিসংঘ: অ্যান্তোনিও গুতেরেস

শেয়ারবাজার ডেস্ক : বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে পাশে থাকবে জাতিসংঘ। আবারও এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অ্যান্তোনিও গুতেরেস জানান, জাতিসংঘের সাফল্যের মূল চাবিকাঠি এর আঞ্চলিক অফিসগুলো। বাংলাদেশের সরকার ও জনগণকে সহায়তায় সর্বাত্মক ভূমিকা পালন করবে সংস্থাটি বলে এমন প্রতিশ্রুতিও দেন তিনি। এসময়, বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব। সন্তোষ প্রকাশ করেন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টায়।

তিনি আরও বলেন, সংকটময় এ পরিস্থিতিতে জাতিসংঘ সাধ্যমতো এ দেশকে সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ। বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে জাতিসংঘ। এছাড়াও সবশেষ, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনাসদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি।

প্রসঙ্গত পরবর্তীতে অনান্য কর্মসূচিগুলো হলো, রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন জাতিসংঘ মহাসচিব।

দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি’র প্রতিনিধি দলের সাথে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।

এছাড়াও বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।

এর আগে, চারদিনের সফরে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় ঢাকায় পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আগমী রোববার সকালে আন্তোনিও গুতেরেসের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.