বিএসইসি পরিচালক মোহতাছিন বিল্লাহ ভোরে গ্রেপ্তার, বিকেলে জামিন

শেয়ারবাজার ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে হট্টগোল এবং চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধ করার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সংস্থাটির পরিচালক আবু রায়হান মোহতাছিন বিল্লাহ। তবে একই দিনে আদালত থেকে জামিনও পেয়েছেন তিনি।
শুক্রবার (১৪ মার্চ) ভোরে পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে আদালতে হাজির করা হলে তার কারাবাসের আবেদন করা হয়। মোহতাছিন বিল্লাহর আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তা মঞ্জুর করেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এই মামলার ১৬ আসামির সবাই জামিন পেয়েছেন। ৯ মার্চ সাতজন, ১০ মার্চ ছয়জন এবং পরবর্তী সময়ে আরও দুইজন আত্মসমর্পণ করে জামিন পান। সর্বশেষ মোহতাছিন বিল্লাহ গ্রেপ্তার হয়ে জামিন পেলেন। সংশ্লিষ্টদের মতে, মামলাটি জামিনযোগ্য ধারার হওয়ায় আসামিরা জামিন পেয়েছেন।
গত ৬ মার্চ রাতে বিএসইসি ভবনে হট্টগোল এবং চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করার ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান মো. আশিকুর রহমান।
মামলার অভিযোগ অনুযায়ী, ৫ মার্চ বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা পূর্বপরিকল্পিতভাবে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন। মূল ফটকে তালা লাগানো হয়, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই ও লিফট বন্ধ করা হয় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অরাজকতা সৃষ্টি করা হয়। এছাড়া, ভয়ভীতি প্রদর্শন ও গুরুতর জখমের চেষ্টার অভিযোগও আনা হয়েছে।