কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ঘুরে দাঁড়িয়েছে ৬ ব্যাংক, ৫ ব্যাংক এখনও সহায়তা চাইছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দেশের ১১টি সমস্যাগ্রস্ত ব্যাংকের মধ্যে ৬টি ব্যাংক ইতোমধ্যে সফলভাবে পুনরুদ্ধারের পথে এগিয়েছে। গত ছয় মাসে, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), আইএফআইসি ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক তাদের আমানত সংগ্রহে উল্লেখযোগ্য বৃদ্ধি সাধন করতে সক্ষম হয়েছে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে পারছে। বাংলাদেশ ব্যাংক, গভর্নর আহসান এচ মনসুরের নেতৃত্বে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এবং ৩০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা প্রদান করে তাদের পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করে।
তবে, ৫টি ব্যাংক এখনও সংকটের মধ্যে রয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার ওপর নির্ভরশীল। এই ব্যাংকগুলো হলো বাংলাদেশ কমার্স ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এস আলম গ্রুপের পূর্বতন নিয়ন্ত্রণাধীন অন্যান্য ব্যাংক। এই ব্যাংকগুলো এখনও প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাইছে, কারণ তাদের আর্থিক অবস্থা দুর্বল এবং তারা পুনরুদ্ধারে ব্যর্থ হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নতুন টাকা ছাপানো বন্ধ করার পরেও এই পাঁচটি ব্যাংক সংকটে রয়েছে। বিশেষত, এস আলম গ্রুপের পূর্বতন নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো এখনো তারল্য সংকট এবং দুর্নীতির কারণে পুনরুদ্ধার প্রক্রিয়ায় ব্যর্থ হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক বর্তমানে একটি ব্যাংক রেজোলিউশন আইন তৈরি করছে, যা আগামী জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হবে। এই আইনের মাধ্যমে অকার্যকর ব্যাংকগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে এবং তাদের পুনরুদ্ধারে সহায়তা প্রদান করা সম্ভব হবে।
এদিকে, পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করছে কিছু ব্যাংক। ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে সহায়তা নিয়ে যথাক্রমে ১৭ হাজার কোটি টাকা এবং ৪ হাজার কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তবে, খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যা ব্যাংকগুলোর লাভজনকতাকে প্রভাবিত করতে পারে।
শাহিনপুকুর সিরামিকস, বসুন্ধরা পেপার, এস আলম
কি হইছে এদের চেয়ারম্যান সাহেব???
প্রায় প্রতিদিন বাড়ে??
উত্তর দিন
ইউনিয়ন ব্যাংক খুব ভালো একটি ব্যাংক|আমি একজন প্রবাসী আমি এখনো ইউনিয়ন ব্যাংক ই লেনদেন করি|ইউনিয়ন ব্যাংক এর সার্ভিস অসাধারণ ভালো তারা গ্রাহক যথেস্ট সাপোর্ট করে আমি এখন ও ইউনিয়ন ব্যাংক দুবাই থেকে টাকা ট্রান্সফার করি i’m so happy with union bank.
ইউনিয়ন ব্যাংক খুব ভালো একটি ব্যাংক|আমি একজন প্রবাসী আমি এখনো ইউনিয়ন ব্যাংক ই লেনদেন করি|ইউনিয়ন ব্যাংক এর সার্ভিস অসাধারণ ভালো তারা গ্রাহক যথেস্ট সাপোর্ট করে আমি এখন ও ইউনিয়ন ব্যাংক দুবাই থেকে টাকা ট্রান্সফার করি i’m so happy with union bank.insshallah union bank একটি শারীয়াহ্ভিত্ত্বিক ব্যাংক,unino bank এর অবস্থা ভালোর দিকে অগ্রসর হচ্ছে
i’m so happy with union bank.insshallah union bank একটি শারীয়াহ্ভিত্ত্বিক ব্যাংক,unino bank এর অবস্থা ভালোর দিকে অগ্রসর হচ্ছে
কোনো ব্যাংক বন্ধ হতে পারেনা কারণ ব্যাংক হলো গ্রাহকের আস্থা একটা ব্যাংক যদি দেউলিয়া হয় গ্রাহকরা আর কোনো ব্যাংক ই টাকা রাখবে না ,সেই জন্য কোনো ব্যাংক কে বন্ধ হতে দেওয়া যাবে না | সব ব্যাংকগুলো কে বাঁচিয়ে তুলতে হবে এটি সরকারের দায়িত্ব আর বাংলাদেশ ব্যাংক এর অনুমোদনে ব্যাংকগুলো কে লাইসেন্স দিয়ে খোলা হইয়েছে এগুলো ব্যাংক এর গভর্নরদের দায়িত্য ব্যাংকগুলোকে ঘুরিয়ে দাঁড় করানো হাজার হাজার গ্রাহকের চিন্তা মাথায় রাখুন গভর্নর স্যার
বাংলাদেশে একটি ব্যাংকও বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ একটি টাকাও ব্যাংকে জমা রাখবেনা।
আল-আরাফাহ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক কোনো সহায়তা প্রদান করেনি। তাদের কোনো তারল্য সংকট ছিলো না।