দুই কোম্পানিকে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ও শাইনপুকুর সিরামিক লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের গত ৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ২০ পয়সা। আর আজ সোমবার ১৭ মার্চ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র ৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৮০ পয়সা।
অপরদিকে, শাইনপুকুর সিরামিকের গত ৯ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ১৬ টাকা ৫০ পয়সা। আর আজ ১৭ মার্চ বাজারে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র ৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
কোং এর শেয়ার দর কমলে সতর্ক করে চিঠি দেওয়া হয়নি কেন। ২দিন বারলে যদি সতর্ক করে চিঠি দেওয়া হয় তা হলে কমার সময় কেন সতর্ক করা হয় না
মাগুরা মাল্টিপ্লেক্স এই কোম্পানিটা ট্রেডিং ডেট ২০২১ কিন্তু চারটে প্রাইস গ্রাফ নাই এটা সম্বন্ধে একটু জানতে চাই নিউজ করেন