বিআইসিএম নিয়োগ বাতিলকরণ প্রসঙ্গে।

নিজস্ব প্রতিবেদক: যেহেতু, আপনি মোঃ সানাউল্লাহ (পিতা: মৃত ইউসুফ মৃধা, মাতাঃ ফেরদৌসি বেগম, গ্রামঃ করফাকর, পেঃ আউয়ার, খানঃ বানারীপাড়া, জেলাঃ বরিশাল) বাংলদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এ পড়িচালক (শিক্ষানবিশ) পদে সম্প্রতি যোগদান করেছেন। আপনার বিরুদ্ধে চাকুরীর আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদান ও ভুয়া অভিজ্ঞতার সনদপত্র দাখিলের অভিযোগ পাওয়া গিয়েছে;
০২। যেহেতু, বিআইসিএম কর্তৃক স্মারক নং০৪ বিআইসিএম/নিয়োগ ২০২৩০০২/২৩-১০৪; তারিখঃ ০২ অক্টোবর ২০২৩ এব মাধ্যমে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে গাড়িচালক পদের জন্য অন্যান্য যোগ্যতার সাথে পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ০৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আপনি আবেদন পত্রে আজিজ এন্ড কোম্পানি লিঃ এ গাড়িচালক হিসেবে ০৬ (ছয়) বছরের বর্ম অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন এবং প্রমাণক হিসেবে একটি অভিজ্ঞতার সনদপত্র দাখিল করেছেন;
০৩। যেহেতু, ইন্সটিটিউট কর্তৃক আপনার অভিজ্ঞতার সনদপত্র যাচাইকালে আজিজ এন্ড কোম্পানি লি. (হাউজ নং- ১৬, রোড নং- ১, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২) থেকে লিখিতভাবে জানানো হয়েছে যে, আপনি কখনো আজিজ এন্ড কোম্পানি লি. এ ড্রাইভার পদে চাকুরী করেন নাই এবং আপনার দাখিলকৃত অভিজ্ঞতার সনদপত্রটি সম্পূর্ণ মিথ্যা;
০৪। যেহেতু, ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ০৬ নং শর্তে উল্লেখ আছে যে, কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগদেশ বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
০৫। যেহেতু, ইন্সটিটিউট কর্তৃক প্রদত্ত আপনার নিয়োগপত্রের ১৯ নং শর্তানুযায়ী প্রার্থীর কোন তথ্য ও সনদপত্র ভূয়া/মিথ্যা/জালিয়াতি প্রমাণিত হলে এ নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে; এবং
০৬। যেহেতু, ইন্সটিটিউটের স্বারক নং: ৫৩.২২.০০০০.০০০.১০৩.২৭.০০০১.২৪; তারিখঃ ০২ মার্চ ২০২৫ এর মাধ্যমে উপর্যুক্ত বিষয়ে আপনাকে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়েছিল। আপনি ১০ মার্চ ২০২৫ তারিখে উক্ত নোটিসের জবাব প্রদান করেছেন। আপনার জবাব কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয় নাই।
০৭। সেহেতু, চাকুরীর আবেদনপত্রে অভিজ্ঞতার বিষয়ে মিথ্য তথ্য প্রদান ও ৩য় অভিজ্ঞতার সনদপত্র দাখিলের জন্য ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ০৬ নং শর্ত, নিয়োগপত্রের ০৯ নং শর্ত এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট এর কর্মচারী চাকুরী প্রবিধানমালা, ২০২৩-এর ৬৫ নং প্রবিধি অনুযায়ী গাড়িচালক (শিক্ষানবিশ) পদে আপনার নিয়োগ বাতিল করা হল, যা ১১ মার্চ ২০২৫ তারিখ হতে কার্যকর হবে।