বিএসইসি শক্তিশালী করতে সরকার গঠন করল বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কার্যক্রম শক্তিশালী করার জন্য সরকার একটি ৪ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটির মূল লক্ষ্য হলো পুঁজিবাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকরী করা, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং শেয়ারবাজারের উন্নয়নে টেকসই পদক্ষেপ গ্রহণ করা।
এফআইডির পক্ষ থেকে ১৭ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের অধ্যাপক এম সাদিকুল ইসলাম এবং এফআইডির বীমা ও মূলধন বাজার বিভাগের অতিরিক্ত সচিব অধ্যাপক এম সাদিকুল ইসলামও এই কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। এছাড়া, বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন।
এই কমিটির গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে শেয়ারবাজারের কার্যক্রমের স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। বিএসইসি কমিশনাররা ইতোমধ্যে এফআইডির কাছে তাদের বেশ কিছু দাবি পেশ করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে সরকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কমিটির মূল কাজ হবে শেয়ারবাজারের নিয়ন্ত্রণ কার্যক্রম আরও শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং বাজারে তারল্য বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পাশাপাশি, এটি বাজারে নতুন কোম্পানির শেয়ার প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে কাজ করবে। কর্পোরেট সুশাসন উন্নয়ন, পুঁজিবাজারে ন্যায্যতা ও স্বচ্ছতা আনতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।
কমিটির সুপারিশের মধ্যে থাকবে বিএসইসি এর কার্যক্রমে গতি আনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ, বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনি পরিবর্তন, এবং পুঁজিবাজারের পরিবেশ উন্নয়ন করার জন্য বিশেষ পরিকল্পনা। এই পদক্ষেপগুলো পুঁজিবাজারে ন্যায্যতা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, বিএসইসি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কমিশনের কাজে গতি আনার জন্য জরুরি ভিত্তিতে ১৯ কর্মকর্তাকে নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। এর মধ্যে ৩ জন নির্বাহী পরিচালক, ৩ জন পরিচালক, ১ জন কমিশন সচিব এবং ১২ জন যুগ্ম বা অতিরিক্ত পরিচালক পদমর্যাদার কর্মকর্তা নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।
এই পদক্ষেপগুলো বিএসইসি এর কার্যক্রমে আধুনিকতা এবং দক্ষতা আনবে, যার মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং শেয়ারবাজার আরও গতিশীল ও উন্নত হবে।