সূচক নেতিবাচক হলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের প্রথম দুই কর্মদিবস টানা নেতিবাচক থাকার পর তৃতীয় কর্মদিবস মঙ্গলবার উভয় শেয়ারবাজারের প্রধান সূচক ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। তবে একদিন পরই আজ বুধবার (১৯ মার্চ) উভয় বাজারের সূচক নেতিবাচক প্রবণতায় ফিরে যায়। তবে এদিন উভয় বাজারের লেনদেন ছিল ইতিবাচক।
আজ ডিএসইর প্রধান সূচক ২.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৮১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৪৮২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ১৮ লাখ টাকার। লেনদেন বেড়েছে ৩১ কোটি ৩৩ লাখ টাকা।
এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৮৬টির এবং পরিবর্তন হয়নি ৫৯টির।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৮৩ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ৮২টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ১২.৬০ পয়েন্ট।