এইচ, আর, টেক্সটাইলের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ, আর, টেক্সটাইল মিলস্ লিমিটেড কর্তৃক হাইব্রিড সিস্টেমে আয়োজিত কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভা ১৯শে মার্চ ২০২৫ ইং রোজ বুধবার-এ অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের যোগদানে সভায় ৩০শে জুন ২০২৪ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য শূন্য (০) শতাংশ লভ্যাংশ-এর সুপারিশ করা হয় এবং সর্বস্মতিক্রমে গৃহীত হয়।
কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভার চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মঈদ, পরিচালক অধ্যাপক মুহাম্মদ আবদুল মোমেন, সতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ কবিরুজ্জামান এবং জনাব মোঃ শফিকুল ইসলাম তালুকদার ও চীপ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব মোঃ আবু আমুর নাহীল এবং কোম্পানী সেক্রেটারী জনাব মোঃ অলি উল্লাহ্-কে ছবিতে দেখা যাচ্ছে।