আইপিএলে ফিরে আসছে নিষিদ্ধ নিয়ম

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারী চলাকালে আইসিসি ক্রিকেটে লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে আইপিএলে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা করছেন।
বিসিসিআই জানিয়েছে, কোভিড-১৯-এর পর আর মহামারি নেই, তাই লালা ব্যবহারের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। বিশেষ করে আইপিএলে বোলাররা বল পালিশ করার জন্য লালা ব্যবহার করতে পারবেন। গত কয়েক বছর ধরে পেসাররা এই নিষেধাজ্ঞার কারণে সমস্যায় পড়েছেন, বিশেষ করে বলের সুইংয়ের ক্ষেত্রে। স্পিনাররা এই বিষয়টিতে আরও আপত্তি জানিয়েছে।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘কোভিডের আগে পর্যন্ত লালা ব্যবহার করা যেত, তবে করোনার সময়ে নিষেধাজ্ঞা ছিল। এখন পরিস্থিতি বদলেছে এবং এই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে।’
এছাড়া, বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সাদা বলের খেলায় লালা ব্যবহার নিয়ে ভাবনা চলছে এবং আইপিএলে এটি পুনঃপ্রবর্তিত হতে পারে। যদিও, আইসিসির কোনও টুর্নামেন্টে লালা ব্যবহার এখনও নিষিদ্ধ রয়েছে।
এই বিষয়টি নিয়ে আইপিএল অংশগ্রহণকারী দলের ক্যাপ্টেনদের সঙ্গে বিসিসিআই আলোচনায় বসেছিল এবং তাঁরা এই চিন্তাভাবনা নিয়ে একমত হয়েছেন।