তিন ক্যাটাগরির মধ্যে এগিয়ে ‘জেড’-এর শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৯টির এবং পরিবর্তন হয়নি ৬০টির।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ২২০টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৬৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১২৫টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
‘বি’ ক্যাটাগরির ৮২টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এরমধ্যে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। আর কমেছে ৪০টির এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
‘জেড’ ক্যাটাগরির ৯৫টি কোম্পানির লেনদেন হয়েছে। যার মধ্যে ৩৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৪টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে দেখা যায়, তিন ক্যাটাগরির মধ্যে দাম বৃদ্ধির দিক থেকে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার এগিয়ে রয়েছে। তবে লেনদেনের দিক থেকে বরাবরের মতো ‘এ’ ক্যাটাগরি শীর্ষে রয়েছে।