আজ: শনিবার, ২২ মার্চ ২০২৫ইং, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার |

kidarkar

MR.DIY ধানমন্ডিতে উদ্বোধন করলো বাংলাদেশের ৪র্থ স্টোর

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের ব্যাপক সাড়ার পর, মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড MR.DIY আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের ৪র্থ স্টোর উদ্বোধন করেছে। নতুন স্টোরটির অবস্থান ধানমন্ডি ,বারাকাত হ্যাভেন (১ম ও ২য় তলা), বাড়ি ৫৪, রোড ৪এ, সাতমসজিদ রোড, ঢাকা ১২০৯। ২০ মার্চ, ২০২৫ তারিখে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন যাত্রার সূচনা করা হয়।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MR.DIY বাংলাদেশ-এর শীর্ষ কর্মকর্তারা, যাঁরা ফিতা কেটে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সৈয়দ নূর আনোয়ার, হেড অফ অপারেশনস, মোঃ উমার ফারুক হোসেন, ওয়্যারহাউস ম্যানেজার, মোঃ মাসুদুর রহমান, ইমপোর্ট ম্যানেজার, মোহাম্মদ নাসিম আহমেদ, ফাইন্যান্স ম্যানেজার, মোঃ ফকরুজ্জামান , বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মোহামাদ রিজাল, ব্রাঞ্চ ম্যানেজার, মো: রাহাত নবী, মার্কেটিং ম্যানেজার, মো: নাজির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ।

সৈয়দ নূর আনোয়ার, হেড অফ অপারেশনস, ফিতা কেটে MR.DIY-এর বিশ্বমানের পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করেন।

MR.DIY- বিশ্বজুড়ে স্বল্পমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করে থেকে, যেখানে গ্রাহকরা পাবেন প্রয়োজনীয় সবকিছু এক ছাদের নিচে।

MR.DIY তাদের “Always Low Prices” নীতির প্রতি অটল থেকে গুণগতমান বজায় রেখে কম দামে পণ্য সরবরাহ করছে। ধানমন্ডি স্টোরে ১০,০০০+ পণ্য রয়েছে, যা ১০টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত: গৃহস্থালী পণ্য,  হার্ডওয়্যার সরঞ্জাম, ইলেকট্রনিক আইটেম, গাড়ির এক্সেসরিজ,  ফার্নিশিং সামগ্রী, স্টেশনারি ও খেলাধুলার সরঞ্জাম,  খেলনা ও উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ, জুয়েলারি ও কসমেটিকস ও

পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য থাকছে কিছু না কিছু, যা একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.