আজ: সোমবার, ২৪ মার্চ ২০২৫ইং, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ মার্চ ২০২৫, শনিবার |

kidarkar

ReVouge ও উজ্জ্বলা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা!

নিজস্ব প্রতিবেদক: ReVouge, “Wear to Care” একটি বিশেষ উদ্যোগ, যেখানে ফ্যাশনের মাধ্যমে মানবতার সেবা করা হয়।

গত ২০ থেকে ২২ মার্চ, ২০২৫ পর্যন্ত দেশের মিডিয়া ব্যক্তিত্ব ক্যান্সার রোগীদের পাশে দাড়াতে ReVouge, “Wear to Care” ও উজ্জ্বলা ফাউন্ডেশন তাদের ব্যাবহার কৃত মূল্যবান পোশাক সামগ্রী নিয়ে ৩ দিন ব্যাপী এক সফল প্রদর্শনীর শেষ হয়েছে , এবারের এই আয়োজনে অংশগ্রহণ করেন,  “সামিয়া আফরিন (উপস্থাপক), আফরোজা পারভীন (সৌন্দর্য বিশেষজ্ঞ), তানভীন সুইটি (অভিনেত্রী), আঁখি আলমগীর (গায়িকা), কনা (গায়িকা) পিয়া জান্নাতুল (মডেল), আফসান আরা বিন্দু (অভিনেত্রী), ইসমত চৈতি (উপস্থাপক), দীপা খন্দকার (অভিনেত্রী)।

এই প্রদর্শনীর বিক্রয়ের অর্থ ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবায় ব্যায় করা হবে।  প্রদর্শনী সম্পর্কে উজ্জ্বলা ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ও মূল আয়োজক সামিয়া আফরিন এই আয়োজনের মাধ্যমে একটি বার্তা দিতে চান—জীবন থেমে থাকে না, লড়াই করলেই সম্ভব নতুন আশার আলো জ্বালানো। ক্যান্সারের বিরুদ্ধে এই সংগ্রামে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সহযোগিতা, এবং প্রত্যেকটি ভালোবাসার স্পর্শ—একটি নতুন ভোরের প্রতিশ্রুতি বয়ে আনে, আসুন, আমরা সবাই একসঙ্গে হয়ে  জীবন ও আশার পাশে দাঁড়াই।

এটা কেবল শুরু ,আগামীতে আমরা এই মহতী উদ্যোগে আরও অনেক কে সাথে নিয়ে, আরও বেশি ক্যান্সার রোগীদের মানসিক ও আর্থিক সহয়তার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই এবং এই আয়োজন যারা সার্বিকভাবে সাহায্য করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

উজ্জ্বলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, আফরোজা পারভিন এই উদ্যোগে সাথে থাকতে পেরে ফাউন্ডেশন গর্বিত বলে মতপ্রকাশ করেন, এবং যারা পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত তিনদিনে অনেক মানুষের পাশাপাশি গুনিজনের সমাগম হয়েছে, এরা সবাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.