আজ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ইং, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ মার্চ ২০২৫, শনিবার |

kidarkar

বাংলাদেশ ইউনিভার্সিটির দুই স্থাপত্য শিক্ষার্থীর আন্তর্জাতিক সাফল্য অর্জন।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিভার্সিটির প্রথম বর্ষের দুই স্থাপত্য শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করেছেন। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (UNAM) কর্তৃক আয়োজিত “XXVIII Encuentro Plástico Espacial 2025” প্রতিযোগিতায় তাঁরা গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী এমা এশরাত তৃতীয় স্থান এবং এস.এম. আহাদুল ইসলাম দ্বিতীয় প্রশংসা পুরস্কার অর্জন করেছেন। তাঁদের এই অসাধারণ সাফল্য বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য এক বিশাল গর্বের বিষয়।

“XXVIII Encuentro Plástico Espacial 2025” হল মেক্সিকোর জাতীয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের লুইস ব্যারাগান কর্মশালা কর্তৃক আয়োজিত একটি বার্ষিক প্রতিযোগিতা, যার ২৮তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি । এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী প্রথম বর্ষের স্থাপত্য শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, যেখানে স্থানিক ও প্লাস্টিক নকশার মাধ্যমে সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি হয়।

এবারের প্রতিযোগিতাটি গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে উদ্বোধন করা হয়েছিল। বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করেছেন।

শিক্ষার্থী এমা এশরাত এবং আহাদুল ইসলাম তাদের এ সফলতার পেছনে বিভাগের শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন । তারা জানান, মূলত: স্যারদের সঠিক পরিকল্পনা এবং দিকনির্দেশনার কারনেই আমরা এই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা প্রকাশ করতে সক্ষম হয়েছি এবং একই সাথে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটির নাম সবার সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি, যা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি।

শিক্ষার্থীদের এ অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহার, ভাইস-চেয়ারম্যান স্থপতি ইকবাল হাবিব, উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। তাঁরা পৃথক অভিনন্দন বার্তায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.