আজ: বুধবার, ২৬ মার্চ ২০২৫ইং, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ মার্চ ২০২৫, রবিবার |

kidarkar

সুবিধাবঞ্চিতদের জন্য রিয়েলমির ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। দেশের দুটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এক হাজার সুবিধাবঞ্চিতদের নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ জন করে মোট ৫০ জন শিক্ষার্থী এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন। ইফতার প্রস্তুতকরণ থেকে শুরু করে বন্টন পর্যন্ত সকল ক্ষেত্রেই শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম এই আয়োজনকে সফল করেছে।
এবারের আয়োজনে ইফতার বিতরণের ক্ষেত্রে এতিম, দুস্থ, নিরাপত্তারক্ষী, ড্রাইভার, পরিচ্ছন্নতাকর্মী এবং অন্যান্য তুলনামূলক সুবিধাবঞ্চিতদের প্রাধান্য দেওয়া হয়েছে। ইফতার আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল অভাবী মানুষদেরকে পবিত্র রমজান মাসে পুষ্টিকর খারাব ও শরবত সরবরাহ করা।
এই আয়োজন সম্পর্কে রিয়েলমির ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝাং বলেন, “পবিত্র রমজান মানুষের মাঝে খুশি ছড়িয়ে দেওয়ার একটি অসাধারণ সুযোগ দেয় আমাদেরকে। আমরা এই মুহুর্তকে কাজে লাগিয়েছি তুলনামূলক অসচ্ছল মানুষের জন্য।”
রাজধানীর উত্তরায় এই আয়োজনে অংশগ্রহণকারী রহিমা বেগম নামের একজন সুবিধাবঞ্চিত মহিলা বলেন, “আজ ইফতারে শরবতসহ পরিপুর্ণ খাবার পেয়েছি। এমন খাবার খাওয়ার সুযোগ আমার খুব কমই হয়। যারা এই ইফতার আয়োজন করেছে তাদের ধন্যবাদ।”
মফিজ আলম নামের আরেকজন বলেন,“আমি এই ইফতার বাড়িতে নিয়ে যাব আমার বাচ্চাদের জন্য। তারা এই খাবার আইটেম খুবই পছন্দ করবে। যারা এই ইফতারের আয়োজন করেছেন, আল্লাহ তাদের ভালো করুন।”
এই বছরের রিয়েলমির ইফতার আয়োজন সামাজিক শক্তিকে ব্যবহার করে অভাবীদের পাশে দাঁড়ানোর কথা স্মরণ করিয়ে দেয়। রিয়েলমি আশা করে এই রমজান সকলের মধ্যে দান, দয়া এবং ঐক্যের চেতনা ছড়িয়ে দিবে এবং আরও অনেকেই এমন ইফতার আয়োজন করবেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.