দেশব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: “ঈদের জামায় খুশির সাজ, সবার মাঝে ছড়িয়ে যাক” প্রতিপাদ্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক। দেশব্যাপী ৬৪ জেলায় আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখার মাধ্যমে বিভিন্ন শিশু সদন, এতিমখানা ও মাদ্রাসায় ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ বিষয়ে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো রফিকুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক ভাবে ঈদের নির্মল আনন্দ শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কার্যক্রমের আওতায় ইতোমধ্যে ৩০০০ বেশি শিশুর হাতে পৌছে দেওয়া হয়েছে ঈদের নতুন পোষাক।
উল্লেখ্য, সুবিধাবঞ্ছিত জনগোষ্ঠীর স্বপ্নপূরণে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।