জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান, জুলাই বিপ্লবের আহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমর্থন জানিয়ে বলেছেন, ‘আপনারা জাতির কৃতী সন্তান, সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে।’ এই মন্তব্য তিনি আজ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে আয়োজিত এক বিশেষ ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে করেছিলেন।
এ সময় সেনাপ্রধান আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি বলেন, “আপনারা কখনো মনোবল হারাবেন না, কারণ আপনাদের অবস্থা যাই হোক, সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে।” তার এই বক্তব্য আহতদের জন্য ছিল একটি উত্সাহব্যঞ্জক বার্তা, যেখানে তাদের মানসিক শক্তি বজায় রাখতে এবং দেশ ও জাতির প্রতি তাদের অবদানকে স্মরণ করতে উৎসাহিত করা হয়।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘আজকের এই ইফতার আয়োজন ও আর্থিক সহযোগিতা শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই সহায়তা কখনো থামবে না, আমরা সবসময় আপনাদের পুনর্বাসনের জন্য কাজ করছি।’ এটি পরিষ্কারভাবে তুলে ধরে যে, সেনাবাহিনী আহতদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী সমর্থন এবং সহায়তা প্রদান করতে দৃঢ়প্রতিজ্ঞ।
এ অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিরা এবং সরকারি হাসপাতালের পরিচালকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার দেওয়া হয়, যা তাদের জন্য একটি আর্থিক সহায়তা এবং মনোবল বৃদ্ধির উপায় হিসেবে কাজ করেছে।
এদিকে, জুলাই বিপ্লবে আহত ৪,২১৫ জনের চিকিৎসা এখনও দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চলছে। এর মধ্যে ৯৮৯ জনের সফল অস্ত্রোপচার করা হয়েছে, এবং বর্তমানে ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন ঢাকার সিএমএইচে। সেনাবাহিনীর এই ধারাবাহিক সহযোগিতা ও সহানুভূতি আহতদের পুনর্বাসন এবং সুস্থতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।