আজ: বুধবার, ২৬ মার্চ ২০২৫ইং, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ মার্চ ২০২৫, সোমবার |

kidarkar

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিল ফু-ওয়াং ফুডস

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন গণমাধ্যমে গত ১৮ মার্চ ‘ফু-ওয়াং ফুডস কর্মীরা বেতন পাচ্ছেন না, মহাসড়ক অবরোধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড কর্তৃপক্ষ।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কারণ দর্শানোর চিঠির পরিপ্রেক্ষিতে কোম্পানিটির কর্তৃপক্ষ এ ব্যাখ্যা প্রদান করেছে।

সোমবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত সংবাদের বিষয়ে ফু-ওয়াং ফুডস কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চসহ দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। নথি অনুযায়ী শ্রমিকদের দাবি সঠিক নয়। আমরা শুধুমাত্র ফেব্রুয়ারির বেতন নিষ্পত্তির জন্য প্রস্তুত আছি। ফেব্রুয়ারি মাসের বেতন রবিবার বিকেলে দেওয়া শুরু হয়েছে। রাত হওয়ায় এবং টাকার পরিমাণ বেশি হওয়ায় কিছু শ্রমিকের বেতন বাকি ছিল। ব্যাংক থেকে টাকা আনার পর বেতন দেওয়া শুরু হবে। আমরা ইতোমধ্যে কারখানার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা আশা করছি শিগগিরই শ্রমিকদের দাবি পূরণ হবে।

এর আগে ‘ফু-ওয়াং ফুডস কর্মীরা বেতন পাচ্ছেন না, মহাসড়ক অবরোধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চেয়ে গত ১৮ মার্চ কোম্পানিকে চিঠি পাঠায় ডিএসই।

৬ উত্তর “প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিল ফু-ওয়াং ফুডস”

  • গুপন রাখলাম says:

    ফুয়াং ফুড যে ব্যাক্ষা দিয়েছে তা পুরপুরি মিথ্যা
    গত ডিসেম্বর থেকে মার্কেটিং এ যারা আছে তাদের টিএডিএ দিচ্ছে না, জানুয়ারি থেকে বেতন দিচ্ছে না
    ইদ বোনাসেরও খবর নেই
    প্রয়োজনে মার্কেটি এ কাজ করে তাদের কাছে জানতে পারবেন
    017012220xx
    শে নাম্বার দুটি ইচ্ছে মত টায়াল করলেই হবে এগুলো মার্কেটে যারা কাজ করছে তাদের নাম্বার

  • রেদুয়ান says:

    ফুয়াং ফুড যে ব্যাক্ষা দিয়েছে তা পুরপুরি মিথ্যা
    গত ডিসেম্বর থেকে মার্কেটিং এ যারা আছে তাদের টিএডিএ দিচ্ছে না, জানুয়ারি থেকে বেতন দিচ্ছে না
    ইদ বোনাসেরও খবর নেই
    প্রয়োজনে মার্কেটি এ কাজ করে তাদের কাছে জানতে পারবেন
    01701222xxx
    শেষের নাম্বার ৩টি ইচ্ছে মত টায়াল করলেই হবে এগুলো মার্কেটে যারা কাজ করছে তাদের নাম্বার

  • Anonymous says:

    এটা সম্পূর্ণ মিথ্যা কথা গত তিন মাস যাবৎ মার্কেটিং এ যারা কাজ করে তাদের ৩ মাসের বেতন এন্ড টিএ/ডিএ এন্ড ঈদ বোনাস ও দিলো না
    এটা হইলো নব্য পেসিস্ট একটা কোম্পানি
    জুলাই বিপ্লব এর পরে এসব কোম্পানি এই দেশে ব্যবসা করে কিভাবে?
    সঠিক তথ্য জানতে হইলে ০১৭০১২২২××× লাস্ট ৩ টা ডিজিট দিয়ে সত্যতা মেলিয়া দেখতে পারেন।

  • Anonymous says:

    বর্তমান সরকার এর আমলে এসব কোম্পানি কি ভাবে ব্যবসা করে ?ডাক্তার মোহাম্মদ ইউনুস যেখানে মানুষের ভাগ্য নিয়া কাজ করতেছে সেখানে এসব নব্য ফ্যাসিস্ট কোম্পানি গুলা মানুষের রিযিক নিয়া ছিনিমিনি খেলতেছে ।আমার মনে হয় এই বিষয় নিয়া ভুক্তভোগীরা শ্রম আদালত এ মামলা করতে পারেন ।

  • Anonymous says:

    ব্যবসায়ীদের টাকায় এনসিপি ইন্টারকন্টিনেন্টালে ইফতারের আয়োজন করে। সার্জিস ভাই ১৩৫ টা গাড়িসহ বহর নিয়ে এলাকায় যান। অনান্য সাবেক সমন্বয়কেরা ও একই ভাবে বিলাসবহুল জীবনের বন্দোবস্ত করতেছেন!”
    আর তিন মাসের বেতন বকেয়া না পেয়ে মানুষ না খাইয়া কষ্টে আছে । জুলাইয়ের চেতনা ব্যবসায়ীদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই ”সাবধান”।

  • Anonymous says:

    This is corrupted company, oimex Welding Electrodes Ltd. Is a unit of this company.

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.