বাজার ঘুরে দাঁড়াচ্ছে, নাকি সাময়িক উত্থান?

নিজস্ব প্রতিবেদক : টানা তিন কর্মদিবসের দরপতনের পর শেয়ারবাজারে দেখা দিয়েছে ইতিবাচক প্রবণতা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই সূচক বেড়েছে। ডিএসইতে সব সূচক ও লেনদেন বাড়লেও সিএসইতে সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, বাজারে আস্থা পুরোপুরি ফিরেছে কি না, তা নির্ভর করবে আগামী দিনের লেনদেনের ওপর।
দেথা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৫৩ পয়েন্ট বেড়ে ৫,১৯৬ পয়েন্টে পৌঁছেছে। বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় ডিএসই শরিয়াহ সূচক ৭.৫১ পয়েন্ট এবং ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএসই-৩০ সূচক ১৫.৩৩ পয়েন্ট বেড়েছে।
লেনদেনেও এসেছে ইতিবাচক পরিবর্তন। ডিএসইতে মোট ৫০৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৮২ কোটি ৯৮ লাখ টাকা বেশি। মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ১৭২টির দর বেড়েছে, ১৫১টির কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত ছিল।
অপর বাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে, তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৩ কোটি ৩৯ লাখ টাকা বেশি। বাজারটিতে ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দর বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল।
যদিও লেনদেনের পরিমাণ বেড়েছে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই উল্টো ১৭.৮২ পয়েন্ট কমে ১৪,৫৩৯ পয়েন্টে নেমেছে। আগের দিনও এই সূচক কমেছিল ৩৮.১৫ পয়েন্ট। এটি বিনিয়োগকারীদের জন্য মিশ্র ইঙ্গিত দিচ্ছে।
শেয়ারবাজার ইতিবাচক ধারায় ফিরলেও সামনে দীর্ঘ ছুটির কারণে বিনিয়োগকারীদের কৌশলী হতে হবে। ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। ফলে লেনদেন পুনরায় শুরু হবে ৮ এপ্রিল (সোমবার)।
দীর্ঘ ছুটির আগে বাজারের এমন মিশ্র প্রবণতা বিনিয়োগকারীদের জন্য এক ধরনের সংকেত বহন করছে। বিশ্লেষকরা মনে করছেন, অনেকে তারল্য সংকট এড়াতে ছুটির আগে শেয়ার বিক্রির দিকে ঝুঁকতে পারেন, আবার অনেকে ঈদের পর বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের প্রত্যাশায় শেয়ার ধরে রাখতে পারেন। ফলে আগামী কয়েকটি লেনদেন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, বাজারের সাম্প্রতিক উত্থান স্বল্পমেয়াদি হতে পারে। সাম্প্রতিক বিভিন্ন অনিশ্চয়তা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। ফলে বাজারের এই উত্থান কতদিন স্থায়ী হবে, তা এখনো নিশ্চিত নয়।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, যদি তারল্য প্রবাহ বাড়ে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে, তাহলে বাজার আরও শক্তিশালী হতে পারে। তবে বাজারের প্রকৃত অবস্থা বুঝতে পরবর্তী কয়েক দিনের লেনদেন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেয়ারবাজার কি সত্যিই ঘুরে দাঁড়াচ্ছে, নাকি এটি কেবল স্বল্পমেয়াদি প্রতিক্রিয়া—এর উত্তর মিলবে আসন্ন দিনগুলোতেই।