আজ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ইং, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ মার্চ ২০২৫, সোমবার |

kidarkar

শার্প ইন্ডাস্ট্রিজের আর্থিক কর্মকাণ্ডে সন্দেহ, তদন্তে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি (পূর্ব নাম আরএন স্পিনিং মিলস লিমিটেড)–এর ছয় বছরের ব্যবসায়িক কার্যক্রম তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুসারে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন, নিরীক্ষকদের আপত্তি এবং ব্যবসায়িক বাস্তবতা তদন্ত করে দেখতে হবে। কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করেছে কিনা, ব্যবসায়িক কার্যক্রমে কোনো অনিয়ম হয়েছে কিনা এবং অভ্যন্তরীণ ব্যক্তিরা কোনো অযৌক্তিক সুবিধা নিয়েছে কিনা—এ সবকিছু খতিয়ে দেখবে কমিটি।

বিএসইসির উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, সহকারী পরিচালক মো. আনোয়ারুল আজিম এবং সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের সমন্বয়ে গঠিত কমিটি ইতোমধ্যে শার্প ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালককে তদন্তের বিষয়ে অবহিত করেছে।

কোম্পানির আর্থিক অবস্থা

২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১৯ টাকা, যা আগের হিসাব বছরে ছিল ০.৪৫ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.০৭ টাকা।

সর্বশেষ অক্টোবর-ডিসেম্বর ২০২৪ প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ০.০১ টাকা। অর্থাৎ, এই প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ২৯০০ শতাংশ। অর্ধবার্ষিক হিসাবে (জুলাই-ডিসেম্বর ২০২৪) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৩ টাকা।

তবে এই উল্লম্ফনের মধ্যেও শার্প ইন্ডাস্ট্রিজের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৭ কোটি ৮৪ লাখ টাকা, যা কোম্পানির পরিশোধিত মূলধনের ৯০ শতাংশেরও বেশি। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ ৫০ কোটি ১১ লাখ টাকা এবং স্বল্পমেয়াদি ঋণ ২২৭ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ২ কোটি ১ লাখ টাকা।

তদন্তের প্রয়োজনীয়তা

গত পাঁচ বছর ধরে কোনো লভ্যাংশ না দেওয়া শার্প ইন্ডাস্ট্রিজ ২০২৪ সালের ৩০ জুন মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আর্থিক স্বাস্থ্য নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আগে থেকেই উদ্বেগ ছিল, যা বিএসইসির এই তদন্তের মাধ্যমে আরও স্পষ্ট হতে পারে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শার্প ইন্ডাস্ট্রিজ নতুন নামে ২৯ অক্টোবর ২০২৪ থেকে লেনদেন শুরু করে। এর আগে কোম্পানিটি আরএন স্পিনিং মিলস লিমিটেড নামে পরিচিত ছিল। ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া প্রতিষ্ঠানটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৩০.৫৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩.৯৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৫.৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএসইসির এই তদন্তে শার্প ইন্ডাস্ট্রিজের প্রকৃত অবস্থা, লেনদেনের স্বচ্ছতা ও ব্যবস্থাপনার কার্যকারিতা উঠে আসবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.