আজ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ইং, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার |

kidarkar

‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা

শেয়ারবাজার ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় পথসভাকালে এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ দলটির অন্য নেতাকর্মীদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মী ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’সহ নানা স্লোগান তুলে হামলা করেছে বলে অভিযোগ করে এনসিপি। এ ঘটনায় মাসউদসহ ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ এনসিপির। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বার্তায় এই দাবি জানানো হয়।

বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, এই ধরনের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো।

বার্তায় বলা হয়, বিএনপির নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।

বার্তায় জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এই হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে দলটির প্রতি আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.