বীচ হ্যাচারির অফিস স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের নিবন্ধিত অফিস স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে কোম্পানির নিবন্ধিত এবং শেয়ার অফিসটি ০১ এপ্রিল, ২০২৫ থেকে NAMVILLA, বাড়ি নং ২০-২২, ফ্ল্যাট নং ২-সি-৫, রোড নং ১৫, গুলশান-০১, ঢাকা-১২১২-তে স্থানান্তরিত হবে।
কোম্পানিটির বর্তমান ঠিকানা হলো- বাড়ি নং ৩০৭, লেন # ২১, মহাখালী DOHS, মহাখালী, ঢাকা-১২০৬। উক্ত ঠিকানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।