আজ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ইং, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার |

kidarkar

সামাজিক মাধ্যমের কুতুবরা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়: ফখরুল

শেয়ারবাজার ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন আবির্ভূত হওয়া কুতুবদের ভাষা, বক্তব্য বাংলাদেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) এ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, আমাদের কে সজাগ থাকতে হবে। কারণ বিএনপিই একমাত্র দল যারা প্রতিবার বিপদে-আপদে এসে রুখে দাঁড়িয়েছে। তারাই সবসময় বিপদ থেকে রক্ষা করেছে। তারা বাংলাদেশকে সমস্ত সংকট থেকে রক্ষা করেছে।

মির্জা ফখরুল বলেন, আজকে যে সংকট সৃষ্টি হচ্ছে, এমন সংকট যেখানে আমাদে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। যা আমরা কোনমতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, সংকটের সময় পাশে এসে দাঁড়ায়, তাদেরকে কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না।

২০২২ সালে বিএনপি ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ৩১ দফা সংস্কার আমার দল দিয়েছে, আমার নেতা তারেক রহমান দিয়েছে। এর আগে ২০১৬ সালে আমার নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন। যার মাধ্যমে তিনি দুই কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন। রেইবো স্টেটের কথা বলেছেন, অর্থ্যাৎ দল-মত নির্বিশেষে যেখানে একটা জাতিতে পরিণত হবে। বিচার বিভাগের ন্যায় বিচার নিয়ে বলা হয়েছে। গণমাধ্যম সহ প্রতিটি ক্ষেত্রে সংস্কারের কথা বলা হয়েছে। সুতরাং সংস্কার কোন নতুন জিনিস নয়।

অন্তর্বর্তী সরকার সংস্কারের বিশাল পাহাড় জমিয়ে ফেলছেন মন্তব্য করে বিএনপির এই দায়িত্বশীল নেতা বলেন, অনেকগুলো বিষয়ের অবতারণা, যা আমাদের জনগণ বুঝেও না। আমরা সে জন্যেই আমাদের দল থেকে তাদের সংস্কার প্রস্তাবনার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছি। কোনটায় একমত, একমত নই সেটাও আমরা জানিয়েছি। আমরা জোর দিয়ে বলেছি, নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র ছাড়া আমরা জানি না যে আর কোন সিস্টেম আছে যেটা জনগণের কল্যাণ করতে পারে।

আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যায়। বিলম্বিত হয়। দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সে কাজটা আজ শুরু হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.