সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইবিএল-এসএস ফাউন্ডেশন পার্টনারশীপ

নিজস্ব প্রতিবেদক: দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবারের শিশুদের ইন-পেশেন্ট সেবা জোরদারের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ (এসএসএফবি) এর সঙ্গে যৌথভাবে কাজ করবে।
এ লক্ষ্যে আজ রাজধানীতে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ এর মহাসচিব প্রকৌশলী রেজা করিমকে ৬১ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।
অনুদানকৃত অর্থ ইন-পেশেন্ট শিশু সেবার উন্নয়নে ব্যয় করা হবে, যার মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে দু’টি ওয়ার্ডের সংস্কার, আধুনিক মেডিক্যাল যন্ত্রপাতি স্থাপন, নার্সিং স্টেশনের উন্নয়ন এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ। এর ফলে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বছরে প্রায় ২,৪০০ সুবিধাবঞ্চিত শিশুকে গুরুত্বপূর্ণ মেডিক্যাল সেবা প্রদানে সক্ষম হবে।
আহমেদ শাহীন তার বক্তব্যে বলেন, “স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার, কোনও বাড়তি সুবিধা নয়। কার্যকরী ও অর্থপূর্ণ উদ্যোগগুলোকে সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে ইতিবাচাক ভূমিকা ইবিএল প্রতিশ্রুতিবদ্ধ। শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে আমাদের প্রচেষ্টা হলো আর্থিক অনটনের কারণে কোনও শিশু যাতে স্বাস্থ্যসেবার বাইরে না থাকে তা নিশ্চিত করা। যৌথভাবে আমরা শিশুদের জন্য একটি উজ্জ্বল ও উন্নততর ভবিষ্যৎ তৈরিতে ভূমিকা রাখতে সক্ষম”।
প্রকৌশলী রেজা করিম সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এগিয়ে আসার জন্য ইবিএল’কে ধন্যবাদ জানিয়ে বলেন, “এটি অবশ্যই দুস্থ শিশুদের সেবা প্রদানে আমাদের প্রচেষ্টাকে সুসংহত করবে”। এ প্রসঙ্গে জাতীয় অধ্যাপক ও শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডঃ এম. আর. খান এর একটি উদ্ধৃতি উল্লখ করেন- “যেখান থেকেই আসুক না কেন, প্রয়োজনকালে কোন শিশুকে হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হতে দেয়া যাবে না”।
উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ডঃ এ. কে. এম. শামসুজ্জামান, নির্বাহী পর্ষদ সদস্য অধ্যাপক ডঃ শাহ মাহফুজুর রহমান, উপ-পরিচালক মোঃ জান্নাত; ইবিএল কোম্পানি সচিব মোঃ আবদুল্লাহ আল মামুন, বিজনেস ইনফর্মেশন সিস্টেম বিভাগ প্রধান মোঃ মাশকুর রেজা, কমপ্লায়েন্স বিভাগ প্রধান মোঃ শাহজাহান আলী, আর্থিক পরিচালন ও নিয়ন্ত্রন বিভাগ প্রধান মোঃ সফিকুল ইসলাম জাহিদ।