আজ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ইং, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার |

kidarkar

ঈদ উপলক্ষে ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ৫টি স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক: চলছে পবিত্র রমজান মাস। পুরো এক মাস রোজা রাখার পর, বিশ্বজুড়ে মুসলমানরা ঈদ উদযাপন করবে। বাংলাদেশের মানুষও পুরোদমে ঈদ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈদ মানেই কেনাকাটা, আনন্দ ভাগাভাগি এবং প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটানোর অনুভূতি। ঈদের আগে অনেকেই ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য কেনার জন্য শপিংমলে ভিড় জমান; তবে, অনেক প্রযুক্তি-সচেতন মানুষও আছেন যারা এই উৎসবের সময় তাদের জমানো টাকা দিয়ে ভালো একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন। এক্ষেত্রে, সমস্যা হলো বাজারে প্রচুর স্মার্টফোন অপশন থাকার ফলে অনেকে কিছুটা দ্বিধায় ভোগেন যে ঠিক কোন ফোনটি ক্রয় করা উচিত। বর্তমান বাজারে ৩০ হাজার টাকার মধ্যে বেশ কিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে। ক্রেতাদের সুবিধার্থে এমন ৫টি স্মার্টফোনের তালিকা তৈরি করেছি আমরা। টেকনো ক্যামন ৩০এস

ক্যামন ৩০এস ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, আইএমএক্স৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ক্যামন ৩০এস ফোনে আছে হেলিও জি১০০ প্রসেসর। এই ফোনে আরও রয়েছে ২৫৬জিবি রম, ৮জিবি র‍্যাম, আইপি৫৪ পানি ও ধুলো প্রতিরোধী ফিচার, ৬.৭৮” এফএইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৩০০-নিট উজ্জ্বলতা (ব্রাইটনেস)। চোখের সুরক্ষার জন্য এই ফোনে রয়েছে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন, যা ব্যবহারকারীদের কোনও ক্ষতি ছাড়াই নিরাপদে স্ক্রিন টাইম উপভোগ করতে সহায়ক ভূমিকা রাখবে। এই ফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার, এআই স্কেচ এবং এআই-সমর্থিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো বেশ কিছু উন্নত এআই ফিচার রয়েছে; যার সাহায্যে উপভোগ করা যাবে দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা। দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের জন্য এই ফোনে আরও আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার। এই ডিভাইসটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯৯/- টাকায় (ভ্যাট প্রযোজ্য)। এই ঈদে প্রিয়জনের জন্য সেরা গিফট হতে পারে এই দুর্দান্ত ডিভাইসটি।

রেডমি নোট ১৪

এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, যার সাহায্যে উপভোগ করা যাবে উচ্চমানের ছবি তোলার অভিজ্ঞতা। মিডিয়াটেক হেলিও জি৯৯-আল্ট্রা প্রসেসর থাকার কারণে ব্যবহারকারীরা এই ফোনে অসাধারণ কর্মক্ষমতার পাশাপাশি খুব সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনে এআই ইরেজ ও এআই স্কাই এর মতো বেশ কিছ ফিচার আছে; যা আপনাকে খারাপ আবহাওয়াতেও নিখুঁত ছবি তুলতে সাহায্য করবে। ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট টার্বো চার্জিং সম্পন্ন এই ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য অসাধারণ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। ব্যবহারকারীরা এখন শাওমি রেডমি নোট ১৪ এর ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি মাত্র ২৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

রিয়েলমি ১২
রিয়েলমি ১২ ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে। সুবিশাল স্টোরেজ থাকায় ব্যবহারকারীরা যত খুশি ততো ছবি ও অন্যান্য তথ্য ফোনে রাখতে পারবেন। এই ফোনে এআই বুস্ট প্রযুক্তি, এআই প্রোটেক্টিভ ফিল্ম টাচ, এআই ডুয়াল লাইট সেন্সর এবং এআই স্মার্ট চার্জিং সহ বেশ কিছু এআই ফিচার রয়েছে; ফলে এই ডিভাইসটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযুক্ত একটি পছন্দ। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিশ্চিত করে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম সম্বলিত এই ফোনের মূল্য মাত্র ২৭,৯৯৯ টাকা।

টেকনো ক্যামন ৩০
এআই-সমর্থিত স্মার্টফোন ফটোগ্রাফি ও পারফরম্যান্সের জন্য পাওয়ার হাউস হিসেবে সমাদৃত ক্যামন ৩০ ফোনটি। এআই-সমর্থিত ক্যামেরা ফিচারের পাশাপাশি এই ফোনে আরও রয়েছে ৬.৭৮’’ এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে ও ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর। সারাদিনের সকল কাজের জন্য এ ডিভাইসে রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি ও ৭০ওয়াট আল্ট্রা চার্জ সুবিধা। ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের এএফ ক্যামেরা সেটআপ (ট্রিপল এআই ক্যামেরা) দিয়ে ব্যবহারকারীরা দিনে অথবা রাতে যেকোনো পরিস্থিতিতে উপভোগ করতে পারবেন দুর্দান্ত ক্যামেরা অভিজ্ঞতা। এই ফোনের অত্যাধুনিক এআই প্রযুক্তি সম্বলিত এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার, এআই স্কেচ এবং এআই-সমর্থিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিন আপনার ছবি তোলার অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। আইসল্যান্ড ব্যাসাল্টিক ডার্ক, ইউনি সল্ট হোয়াইট এবং সাহারা স্যান্ড ব্রাউন এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে এই ফোনটি। ক্যামন ৩০ ফোনের ২৫৬ জিবি রম + ৮ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের মূল্য এখন মাত্র ২২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

ইনফিনিক্স নোট ৪০এস
৬.৭৮’’ এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে সহ ইনফিনিক্স নোট ৪০এস ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দুর্দান্ত পারফরম্যান্স। মিডিয়াটেক হেলিও জি৯৯ আলটিমেট অক্টা-কোর ২.২ গিগা হার্জ প্রসেসর দ্বারা সমর্থিত এই ডিভাইসে পাওয়া যাবে দ্রুতগতির পারফরম্যান্স। ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস এবং কাস্টমাইজেশন অপশন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি ভালো একটি পছন্দ হতে পারে। এই ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল ম্যাক্রো রিয়ার ক্যামেরা সেটআপও রয়েছে, যা সূক্ষ্ম বিবরণ সহ সুন্দর ছবি তুলতে সহায়তা করে। এই ফোনের ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো সেলফি তোলা যাবে। এই ডিভাইসে আরও রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জ ২.০; ফলে ব্যবহারকারীরা কোনও ঝামেলা ছাড়াই সারাদিনব্যাপী পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। স্মার্টফোন প্রেমীরা এই ডিভাইসের (৮+২৫৬ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ২৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

সকল তথ্য আপনার সামনেই আছে, এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। ঈদ ঘনিয়ে আসছে, আপনার জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করার সময় এসেছে। এখুনি আপনার নিকটস্থ আউটলেটে যান এবং কিনে ফেলুন আপনার পছন্দের ডিভাইসটি।

১ টি মতামত “ঈদ উপলক্ষে ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ৫টি স্মার্টফোন”

  • ইবনে আজাদ says:

    আমি এক কোম্পানি তে কাজ করতাম। হঠাৎ কোম্পানি বন্ধ হয় তিন মাস আগে। পুর্বের কোন বেতন না দিয়ে কোম্পানি বন্ধ করে দেও। এই রোম জানে মা,মেয়ে সন্তান কে এই রোমজান মাসে একবেলা সেহেরি খেয়ে, ইফতারি মুরি খেয়ে থাকি। বাকি দিন গুলো কিভাবে রোজা রাখব জানিনা। আমার বৃদ্বা মা শরিরের কাপড় নেই মেয়ে ৪ বতসর সে বুঝেন ঈদে কাপড় যায়।প্লিজ আমাকে কিছু টাকা দিবেন। যে মায়ের কাপড়।ও মেয়ের জন্য কিছু করতে পারি।,ঈদের দিন যে ভাল কিছু মুখে দিতে পারি। আল্লাহ আপনার সহায় হউক।
    আমার বিকাশ /নগদ নাম্বার ০১৭১১২৭১৭৬৯

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.