আজ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ইং, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার |

kidarkar

ঈদ আনন্দ বাড়াতে বাংলালিংক ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত সব অফার

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কয়েকদিন পর ঈদ। এই ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে আকর্ষণীয় সব অফার ও সুযোগ-সুবিধা নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। নিরবচ্ছিন্ন সংযোগ এবং বিনোদন নিশ্চিত করার জন্য তৈরি করা এই বিশেষ অফারগুলো ঈদ পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলালিংক এই ঈদে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য একচেটিয়া ছাড় ও সুযোগ-সুবিধা প্রদান করছে। অরেঞ্জ ক্লাব সদস্যরা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ের ক্ষেত্রে স্বপ্নডটকম থেকে ৭% এবং চালডালডটকম থেকে ৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। গ্রাহকদের জন্য নির্বাচিত হোটেলে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার থেকে শুরু করে শেরাটন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ওয়েস্টিন ঢাকা ও রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের মতো ৫-তারকা হোটেলে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগের সুযোগ রয়েছে। ফ্যাশন ও লাইফস্টাইল সংক্রান্ত সকল প্রয়োজন মেটাতে বিভিন্ন শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডে ২০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে, সাথে সেলুন ও বিউটি ক্লিনিকে বিশেষ অফার। এছাড়া, অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স, সহজ ও শেয়ারট্রিপে ফ্লাইট ও ট্রাভেল বুকিংয়ের ক্ষেত্রে ১৪ শতাংশ ছাড় উপভোগের সুযোগ নিয়ে এসেছে বাংলালিংক।

ডিজিটাল-ফার্স্ট কৌশলের অংশ হিসেবে, বাংলালিংক এর মাইবিএল সুপার অ্যাপে রমজানের সব প্রয়োজনীয় সেবা এক ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। বিদ্যুৎ, পানি ও গ্যাসসহ অন্যান্য ইউটিলিটি বিল দ্রুত ও নিরাপদে পরিশোধ করাসহ মাইবিএল অ্যাপে কুরআন শিক্ষা, নামাজ শিক্ষা, হাদিস, কুরআন তেলাওয়াত, সাপ্তাহিক ইসলামিক পডকাস্ট এবং সেহরি ও ইফতারের সময়সূচীর মতো বিভিন্ন ইসলামিক পরিষেবা পাওয়া যাচ্ছে। মাইবিএল অ্যাপের মাধ্যমে টিকিট বুক সুবিধা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। অ্যাপটি মাত্র ১০ মিনিটের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, ভার্চুয়াল ডাক্তারের পরামর্শ (২৪/৭), মানসিক স্বাস্থ্য সহায়তা ও দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনার মতো সেবা দিতে সক্ষম। মাইবিএল অ্যাপে এই রমজানে প্রয়োজনীয় সবকিছু এখন হাতের নাগালে।

নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে, বাংলালিংক কোনো স্পিড লিমিট থাকবে না এমন আনলিমিটেড ইন্টারনেট প্যাক, ২ মাসের মেয়াদসহ ১০০ জিবি প্যাক (মাসে ৫০ জিবি), ১ বছরের মেয়াদসহ ১৫০ জিবি প্যাক এবং আনলিমিটেড মেয়াদসহ ৭৫ জিবি পর্যন্ত ইন্টারনেট প্যাক চালু করেছে। বিশেষ রেট কাটার অফার এবং ভয়েস প্যাকের আওতায় গ্রাহকরা ১ পয়সা/সেকেন্ড কল রেটে কথা বলতে পারবেন; সাথে রয়েছে গভীর রাতে রমজানের বিশেষ ফ্রি রেট কাটার সুবিধা। এছাড়া, সবার জন্য বিনোদন নিশ্চিত করার লক্ষ্যে বাংলালিংক তিন দিন মেয়াদী ফেসবুক, ইমো, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে আনলিমিটেড অ্যাক্সেস সহ সোশ্যাল প্যাক অফার নিয়ে এসেছে; সাথে থাকছে ইউটিউব ও টিকটক ব্যবহার করার জন্য আনলিমিটেড স্ট্রিমিং প্যাক অফার। উৎসবের প্রতিটি মুহূর্তকে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটির মাধ্যমে উপভোগ্য করে তুলতে বাংলালিংক দিচ্ছে বিভিন্ন ডিজিটাল সেবা এবং আকর্ষণীয় সব অফার।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “রমজান এবং ঈদ সাধারণ কোনো উৎসব নয়; ঈদ হচ্ছে সংযোগ স্থাপন, প্রতিফলন ও উদযাপনের উত্তম সময়। নিরবচ্ছিন্ন সংযোগ, ডিজিটাল সুবিধা এবং এক্সক্লুসিভ সুবিধা প্রদানের মাধ্যমে গ্রাহকদের জীবনে ও এই উদযাপনে নতুন মাত্রা যোগ করায় আমাদের লক্ষ্য। প্রিয়জনের সাথে যোগাযোগ রক্ষা করা থেকে শুরু করে মাইবিএল সুপারঅ্যাপের মাধ্যমে আনলিমিটেড বিনোদন উপভোগ এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ, আমাদের গ্রাহকদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরও অর্থবহ করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আমরা অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে এসেছি, যেন আমাদের গ্রাহকরা স্বাচ্ছন্দ্য ও আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন। ডিজিটাল-ফার্স্ট অপারেটর হিসেবে, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে আরও উদ্ভাবনী সমাধান নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলালিংক।”

বিস্তৃত ঈদ ​​অফার এবং এক্সক্লুসিভ সুবিধার মাধ্যমে, বাংলালিংক এর সকল গ্রাহকদের জন্য উৎসবের আনন্দ বাড়িয়ে তুলতে প্রস্তুত।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.