মেসি থাকলে ব্রাজিলের বিপক্ষে গোল হতে পারত ৬-৭টি

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ম্যাচের আগেই অবশ্য মূল আসরের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। ইনজুরির কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে মেসি সেই ম্যাচে খেললে সেলেসাওদের বিপক্ষে নিজেদের স্কোরলাইন যে আরও ভয়ঙ্কর হতে পারতো, এমন আভাসই দিলেন আলবিসেলেস্তে ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
তিনি বলেন, মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম। আলভারেজের একই সুরে মেসির আরেক সতীর্থ রদ্রিগো ডি পল বলেছেন, আমাদের দলের সেরাটা সবসময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।
ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে এবার উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি হাইভোল্টেজ ম্যাচে দেখা যায়নি লিওনেল মেসিকে। অবশ্য তাকে ছাড়াই ম্যাচ দুটি জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে সেলেসাওরা।