হাক্কানী পাল্পের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বৃদ্ধিকে সন্দেহের চোখে দেখছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি খতিয়ে দেখতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএসইসির উপ পরিচালক মো. নানু ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শেয়ার লেনদেনের তদন্ত করে হাক্কানী পাল্পের শেয়ারের দাম এবং পরিমাণের অস্বাভাবিক পরিবর্তনের কারণগুলো (বাজার কারসাজি, অভ্যন্তরীণ লেনদেন, অন্য কোনও বাজার অপব্যবহার, যদি থাকে) সনাক্ত করুন করে অবহিত করুন।
তাহলে বাজারে কি দাম বেড়েছে খারাপ লক্ষণ?
তাহলে কি দাম শুধু কমলে ভালো?
নির্বাচন আগে হোক প্রথম কাজ হবে চেয়ারম্যানের কে অবসর করা ইনশাআল্লাহ
দাম বাড়লে তদন্ত করবে, আর দালালের বাচ্চারা দাম কমলে তদন্তের কথা বলেনা।