আজ: শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ইং, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ মার্চ ২০২৫, সোমবার |

kidarkar

বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার পুঁজিবাজারে পারস্পরিক সহযোগিতায় ত্রিপক্ষীয় চুক্তি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার পুঁজিবাজারের মধ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স) এবং কলম্বো স্টক এক্সচেঞ্জ (সিএসই) একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এই সমঝোতা স্মারকটি ২৯ মার্চ শুক্রবার ঢাকা, করাচি ও কলম্বো স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের মধ্যে স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে তিন দেশের পুঁজিবাজারে তথ্য বিনিময়, বিনিয়োগ সহায়তা এবং প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করা হবে।

ত্রিপক্ষীয় এই চুক্তির লক্ষ্য হলো তিন দেশের পুঁজিবাজারে প্রযুক্তির উন্নয়ন এবং সাশ্রয়ী, মানবসম্পদ সহযোগিতা, পণ্য উন্নয়ন, নিয়ন্ত্রক সমন্বয়, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং জ্ঞান বিনিময় সহজতর করতে একটি আদান-প্রদান ফোরাম প্রতিষ্ঠা করা।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকটি চলমান সংলাপ ও যৌথ উদ্যোগের জন্য একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবে এবং সহযোগিতা কাঠামো বাস্তবায়নের জন্য কর্মী গোষ্ঠী গঠন করা হবে।

চুক্তির বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফ পাকিস্তান (এসইসিপি) এর চেয়ারম্যান আকিফ সাঈদ আরব নিউজকে বলেছেন, “আমাদের শক্তিগুলিকে একত্রিত করে, এই তিনটি এক্সচেঞ্জ উদ্ভাবনকে এগিয়ে নিতে পারে, বাজারের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে পারে এবং দক্ষিণ এশিয়া জুড়ে বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।”

তিনি বলেন, ত্রিপক্ষীয় এই চুক্তি নিজেদের পুঁজিবাজারের তরলতা এবং পণ্য বৈচিত্র্য বৃদ্ধি করবে, নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করবে এবং আন্তঃসীমান্ত বিনিয়োগ প্রবাহকে সহজতর করবে।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.