আজ: শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ইং, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার |

kidarkar

ট্রাম্পের শুল্ক ঘোষণার প্রভাব, বৈশ্বিক পুঁজিবাজারে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম এক এক করে সব দেশের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর পাল্টা হিসেবে কিছু দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানেরা মার্কিন পণ্যে একই ধরনের ব্যবস্থা নিয়েছেন, যা বাগ্‌যুদ্ধের সৃষ্টি করেছে। তবে এর মধ্যেই বৈশ্বিক পুঁজিবাজারে  অস্থিরতা শুরু হয়ে গেছে। শুল্ক বৃদ্ধির ফলে বৃহৎ বহুজাতিক কোম্পানির বিক্রি ও মুনাফায় সরাসরি প্রভাব পড়ার আশঙ্কায় তাদের শেয়ারের দাম কমছে।

অন্যদিকে, বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে সেফ হ্যাভেন, অর্থাৎ ‘নিরাপদ স্বর্গ’ হিসেবে পরিচিত সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এই প্রবণতা বিশ্বে আবার মন্দার আশঙ্কা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবারকে ‘মুক্তি দিবস’ ঘোষণা করেছেন। ওইদিন তিনি নতুন করে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেবেন এবং এর আগে ঘোষিত কিছু বর্ধিত শুল্কের বাস্তবায়ন শুরু হবে। ফলে বৈশ্বিক পুঁজিবাজারে  অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এর প্রভাবে এশিয়া থেকে ইউরোপ, এমনকি যুক্তরাষ্ট্রে সমস্ত জায়গায় পুঁজিবাজারের সূচক নেমে যাচ্ছে। সোমবার বিশ্বের বিভিন্ন বৃহৎ পুঁজিবাজারে দরপতন লক্ষ্য করা গেছে। বিশেষ করে জাপানের প্রধান পুঁজিবাজার টোকিও স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ৪ শতাংশের বেশি পড়ে গেছে। এর ফলে এশিয়া ও ইউরোপের পুঁজিবাজারগুলোতেও পতন ঘটে।

ট্রাম্পের শনিবারের ঘোষণায় বৈশ্বিক পুঁজিবাজারে  অস্থিরতা দেখা দিয়েছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে এমন সব দেশসহ সব দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে।

এ বিষয়ে এজে বেল নামক সংস্থার বিনিয়োগ পরিচালক রাস মোল্ড বলেন, “ট্রাম্পই বাজারে খারাপ দিকের আগমনের কারণ। তিনি আমদানিকারী সব দেশকে শুল্কের আওতায় আনার হুমকি দিয়েছেন, যা বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতিকে আরো অন্ধকার করেছে।”

এদিকে, ট্রাম্পের ঘোষণায় বহুজাতিক গাড়ি নির্মাতারা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব যানবাহন ও যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর ফলে ইউরোপের পুঁজিবাজারে পোর্শে, ভক্সওয়াগনসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। এশিয়ায় বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারজাতকারী জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ নিশান ও মাজদার শেয়ার দাম ৩ শতাংশের বেশি কমেছে।

মুডিস-এর অর্থনীতিবিদরা বলেছেন, “গাড়িতে শুল্ক বাড়ানোর ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হবে জাপান ও দক্ষিণ কোরিয়ার। ট্রাম্প বিদেশি গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক বসাচ্ছেন, যা বুধবার থেকে কার্যকর হবে।”

সোমবার জাপানের টোকিওতে নিক্কেই ২২৫ সূচক ৪.১ শতাংশ কমেছে। হংকংয়ের হ্যাংসেং সূচক ১.৩ শতাংশ, চীনের সাংহাইয়ের সমন্বিত সূচক ০.৫ শতাংশ কমেছে।

ইউরোপে লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১.২ শতাংশ, ফ্রান্সের প্যারিসের সিএসি ৪০ সূচক ১.৮ শতাংশ, জার্মানির ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ১.৯ শতাংশ এবং ইউরোপের আঞ্চলিক সূচক স্টক্স ৬০০ সূচক ১.৭২ শতাংশ কমেছে। আজ ফ্রান্সের ভিডিও গেম কোম্পানি ইউবিসফটের শেয়ারের দাম ১৫ শতাংশ কমেছে।

মজার ব্যাপার হচ্ছে, ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণায় তার শীর্ষস্থানীয় উপদেষ্টা ইলন মাস্কও সমস্যায় পড়তে যাচ্ছেন। কারণ মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার শেয়ারের দাম সেমবার দিনের লেনদেনের শুরুতেই ৭ শতাংশ কমছে।

মার্কিন পুঁজিবাজারের সার্বিক লেনদেনও আজ শুরুতেই ভালো হয়নি। এর মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১.৫৩ শতাংশ, নাসড্যাক ১.৯৯ শতাংশ কমেছে।

টেক জায়ান্ট তথা প্রযুক্তির বড় কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল, মাইক্রোসফট, এনভিডিয়া, অ্যালফাবেট ও মেটার শেয়ারের দামও প্রাথমিক লেনদেনে পতন ঘটেছে। বিশেষ করে এনভিডিয়ার শেয়ারের দাম ৩.৭ শতাংশ পড়ে গেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.